হোম > প্রযুক্তি

সরাসরি মাইক্রোসফট নোটপ্যাডে লিখে দেবে এআই

আজকের পত্রিকা ডেস্ক­

নতুন রাইট ফিচারটি ব্যবহারের জন্য উইন্ডোজের কপাইলট মেনু থেকে এটি নির্বাচন করতে হবে। ছবি: ব্লিপিং কম্পিউটার

মাইক্রোসফটের নোটপ্যাড অ্যাপ এখন স্বয়ংক্রিয়ভাবে লেখা তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে। উইন্ডোজ ১১-এর সর্বশেষ আপডেটে নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আপডেটটিতে আরও যোগ হয়েছে মাইক্রোসফট পেইন্ট এবং স্নিপিং টুলের জন্য কিছু নতুন এআইভিত্তিক ফিচার।

উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের ক্যানারি (Canary) এবং ডেভ (Dev) চ্যানেলের ব্যবহারকারীরা বর্তমানে এই এআই-ভিত্তিক ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

নতুন রাইট ফিচারটি ব্যবহারের জন্য উইন্ডোজের কপাইলট মেনু থেকে এটি নির্বাচন করতে হবে। এরপর একটি প্রম্পট উইন্ডো আসবে, যেখানে আপনি নির্দেশনা লিখতে পারবেন। এআই সেই অনুযায়ী লেখা তৈরি করে দেবে। লেখাটি পছন্দ না হলে সেটি বাতিল করার সুযোগ থাকবে, আবার চাইলে পরবর্তী প্রম্পট দিয়ে লেখাটি আরও উন্নত করাও যাবে।

এই ফিচারটি প্রথম নজরে আসে চলতি বছরের শুরুতে উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণে। রাইট ছাড়াও, এর আগে নোটপ্যাডে যুক্ত হয়েছে আরও দুটি এআই টুল—সামারাইজ এবং রিরাইট। সামারাইজ ফিচারটি প্রথম চালু হয় গত মার্চে, যার মাধ্যমে নোটপ্যাডে থাকা লেখার সারসংক্ষেপ তৈরি করা যায়। আর রিরাইট ফিচারটি গত নভেম্বরে চালু হয়, যার মাধ্যমে লেখা ছোট-বড় করা, লেখার ভঙ্গি, অথবা বাক্য গঠন পরিবর্তন করা সম্ভব।

নোটপ্যাড ছাড়াও, মাইক্রোসফট পেইন্ট অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে কিছু নতুন এআই ফিচার। এর মধ্যে রয়েছে জেনারেটিভ ফিল, জেনারেটিভ ইরেজ এবং কোক্রিয়েটর টুল, যার মাধ্যমে টেক্সট প্রম্পট ও রেফারেন্স স্কেচ ব্যবহার করে ছবি তৈরি করা যায়। এবার নতুন করে যুক্ত হয়েছে ‘স্টিকার জেনারেটর’। এটি ব্যবহার করে আপনি যা ধরনের স্টিকার চান, সেই বর্ণনা লিখে সেটি তৈরি করতে পারবেন। তৈরি স্টিকার ক্যানভাসে যুক্ত করা যাবে কিংবা অন্য অ্যাপেও ব্যবহার করা যাবে।

পেইন্ট অ্যাপে আরও যুক্ত হয়েছে নতুন ‘অবজেক্ট সিলেক্ট’ টুল। এআই-এর সাহায্যে এটি ছবির নির্দিষ্ট অংশ সনাক্ত করে সহজেই আলাদা করতে সাহায্য করবে, যাতে ব্যবহারকারীর পরিশ্রম কমে যায়।

এছাড়া উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল-এ এসেছে নতুন এআই ফিচার ‘পারফেক্ট স্ক্রিনশট’। এটি ব্যবহার করে স্ক্রিনশট নেওয়ার সময় আপনি একটি অঞ্চল নির্বাচন করলে এআই সেই অনুযায়ী জায়গাটি বুদ্ধিমত্তার সঙ্গে রিসাইজ করে দেবে, যাতে আলাদা করে এডিটের প্রয়োজন না হয়। চাইলে ব্যবহারকারী নিজেও পরবর্তী সময়ে অঞ্চলটি পরিবর্তন করতে পারবেন।

স্নিপিং টুলে এ যুক্ত হয়েছে নতুন ‘কালার পিকার’ টুলও। এটি দিয়ে আপনি স্ক্রিনে থাকা যেকোনো রঙের এইচইক্স, আরজিবি এবং এইচএসএল মান দেখতে পারবেন। একটি আইড্রপার কার্সর ব্যবহার করে রঙ বাছাই করা যাবে, এবং নির্ভুলতার জন্য জুমও করা যাবে স্ক্রল বা Ctrl +/-শর্টকাট ব্যবহার করে।

নোটপ্যাডের রাইট ফিচার ব্যবহার করতে হলে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এটি একই ক্রেডিট সিস্টেম ব্যবহার করবে যেটি অন্য এআইভিত্তিক উইন্ডোজ ১১ ফিচারগুলো ব্যবহার করে। ভবিষ্যতে এসব ক্রেডিটের জন্য মূল্য নির্ধারণ করা হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি