হোম > প্রযুক্তি

ছবি এডিটিংয়ের ফ্রি ৫টি সফটওয়্যার 

কুহেলী রহমান

বর্তমানে ফটোশপ ছাড়াও আরও নানাভাবে ছবি এডিট করা যায়। ছবি সুন্দর করার জন্য অনেক ফ্রি সফটওয়্যার পাওয়া যায়। ফ্রি হলেও ফটোশপের কাছাকাছি মানের এডিটিংও সম্ভব এসব সফটওয়্যারে। এমন ৫টি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো-

১। ক্যানভা ডট কম
ক্যানভা একটি ক্লাউডভিত্তিক গ্রাফিক ডিজাইন টুল। এটিকে ফটো এডিটর ও ভিডিও এডিটরসহ গ্রাফিক ডিজাইন টুলও বলা হয়। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বিভিন্ন ভিডিও, কার্ড, ফ্লায়ার, ছবির কোলাজ তৈরি করা যায়।

২। জিআইএমপি
জিআইএমপি দ্রুতগতির একটি ওপেন সোর্স রাস্টার গ্রাফিকস এডিটর। সফটওয়্যারটি মূলত ইমেজ ম্যানিপুলেশন ও ছবি এডিটিংয়ের কাজে ব্যবহৃত হয়। সফটওয়্যারটি ড্রয়িংয়ের কাজের জন্য তৈরি না করা হলেও অনেকেই এ কাজে এটিকে ব্যবহার করে থাকেন।

৩। ফটো পস প্রো 
ছবিকে এডিটের মাধ্যমে শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে ফটো পস প্রো’র জুড়ি নেই। সফটওয়্যারটিতে উন্নত ধরনের সিলেকশন টুল, লেয়ার মাস্ক, লেয়ার স্টাইল, ফিল্টার ও নির্দিষ্ট কিছু ইফেক্ট, ড্রয়িং টুল, ব্রাশ ও ডায়নামিক ব্রাশ রয়েছে।

৪। ফটোডিরেক্টর এসেনশিয়াল 
ফটোডিরেক্টর এসেনশিয়াল কে বলা হয় ফ্রি ছবি এডিটের সেরা সফটওয়্যার ও অর্গানাইজার। এতে রয়েছে নানারকম টুলস ও ফিচারের সমন্বয়। ছবিকে আরও সুন্দর ও মানসম্মত করে তুলতে সফটওয়্যারটিতে রয়েছে শত শত ফিল্টার, স্টিকার, ফ্রেম ও ওভারলে।

৫। ডার্কটেবিল 
ডার্কটেবিল মূলত একটি ওপেন সোর্স ফটোগ্রাফি সফটওয়্যার। এটিকে ফটোগ্রাফারদের জন্য ভার্চুয়াল লাইটটেবিল ও ডার্করুম বলা হয়। এই সফটওয়্যারে ক্রস প্ল্যাটফর্ম, ফিল্টারিং অ্যান্ড সর্টিং, ইমেজ ফরম্যাটসহ বিভিন্ন ফিচার রয়েছে। 

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও