হোম > প্রযুক্তি

ছবি এডিটিংয়ের ফ্রি ৫টি সফটওয়্যার 

কুহেলী রহমান

বর্তমানে ফটোশপ ছাড়াও আরও নানাভাবে ছবি এডিট করা যায়। ছবি সুন্দর করার জন্য অনেক ফ্রি সফটওয়্যার পাওয়া যায়। ফ্রি হলেও ফটোশপের কাছাকাছি মানের এডিটিংও সম্ভব এসব সফটওয়্যারে। এমন ৫টি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো-

১। ক্যানভা ডট কম
ক্যানভা একটি ক্লাউডভিত্তিক গ্রাফিক ডিজাইন টুল। এটিকে ফটো এডিটর ও ভিডিও এডিটরসহ গ্রাফিক ডিজাইন টুলও বলা হয়। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বিভিন্ন ভিডিও, কার্ড, ফ্লায়ার, ছবির কোলাজ তৈরি করা যায়।

২। জিআইএমপি
জিআইএমপি দ্রুতগতির একটি ওপেন সোর্স রাস্টার গ্রাফিকস এডিটর। সফটওয়্যারটি মূলত ইমেজ ম্যানিপুলেশন ও ছবি এডিটিংয়ের কাজে ব্যবহৃত হয়। সফটওয়্যারটি ড্রয়িংয়ের কাজের জন্য তৈরি না করা হলেও অনেকেই এ কাজে এটিকে ব্যবহার করে থাকেন।

৩। ফটো পস প্রো 
ছবিকে এডিটের মাধ্যমে শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে ফটো পস প্রো’র জুড়ি নেই। সফটওয়্যারটিতে উন্নত ধরনের সিলেকশন টুল, লেয়ার মাস্ক, লেয়ার স্টাইল, ফিল্টার ও নির্দিষ্ট কিছু ইফেক্ট, ড্রয়িং টুল, ব্রাশ ও ডায়নামিক ব্রাশ রয়েছে।

৪। ফটোডিরেক্টর এসেনশিয়াল 
ফটোডিরেক্টর এসেনশিয়াল কে বলা হয় ফ্রি ছবি এডিটের সেরা সফটওয়্যার ও অর্গানাইজার। এতে রয়েছে নানারকম টুলস ও ফিচারের সমন্বয়। ছবিকে আরও সুন্দর ও মানসম্মত করে তুলতে সফটওয়্যারটিতে রয়েছে শত শত ফিল্টার, স্টিকার, ফ্রেম ও ওভারলে।

৫। ডার্কটেবিল 
ডার্কটেবিল মূলত একটি ওপেন সোর্স ফটোগ্রাফি সফটওয়্যার। এটিকে ফটোগ্রাফারদের জন্য ভার্চুয়াল লাইটটেবিল ও ডার্করুম বলা হয়। এই সফটওয়্যারে ক্রস প্ল্যাটফর্ম, ফিল্টারিং অ্যান্ড সর্টিং, ইমেজ ফরম্যাটসহ বিভিন্ন ফিচার রয়েছে। 

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন