সাইবার আক্রমণ নিয়ে বেশ শঙ্কায় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক। তাই এ অঞ্চলের ব্যাংকগুলোর ওপর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্বকে সামনে রেখে রাশিয়া এ সাইবার হামলার কল কাঠি নাড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্থিরতা ইউরোপের রাজনৈতিক ও ব্যবসায়িক পরিবেশের ওপর বাজে প্রভাব ফেলছে। এর মধ্যে সাইবার হামলার শঙ্কা এ অঞ্চলের নেতৃবৃন্দের মাঝে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ এ ধরনের হামলা এ অঞ্চলের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
সাইবার আক্রমণ ঠেকাতে সুরক্ষা বলয় তৈরিই এখন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।