হোম > প্রযুক্তি

ছবির ওপরে টেক্সট ও স্টিকার দেওয়ার নতুন সুবিধা যুক্ত করল ইনস্টাগ্রাম

ছবিতে বিভিন্ন ফিল্টার, টেক্সট ও স্টিকার যুক্ত করার সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। । তবে ছবির ওপরে টেক্সট ও স্টিকার যুক্ত করার জন্য ছবিটি স্টোরি ফিচারের মাধ্যমে এডিট করতে হবে। এই প্রক্রিয়াটি বেশ ঝামেলার। ছবির ওপরে এসব উপাদান যুক্ত করার জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। 

নতুন আপডেটের মাধ্যমে ছবিতে নতুন ফন্টে টেক্সট এবং স্টিকার যুক্ত করা যাবে। এর মাধ্যমে নিজের ব্যক্তিগত রুচি আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন। ফিচারটি ব্যবহার করার জন্য গ্যালারির কোনো ছবি নির্বাচন করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন। এখন ডানপাশের ওপরের দিকে থাকা অপশনগুলোর মাধ্যমে ছবির ওপর টেক্সট, স্টিকার যুক্ত করতে পারবেন। 

টেক্সট ছাড়াও ছবিও স্টিকার হিসেবে যুক্ত করা যাবে, যা বিভিন্ন আকারে কাস্টমাইজ করা যেতে পারে যেমন স্কয়ার (বর্গাকৃতি), সার্কেল (বৃত্তাকার), হার্ট বা স্টার (তারকাকৃতি)। 

এসব অপশন ইনস্টাগ্রামে খুঁজে না পেলে অ্যাপটির সর্বশেষ সংস্করণ গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। 

নতুন আপডেটে রিলস এবং স্টোরির টেক্সটেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এসব ফিচারের জন্য নতুন ফন্ট, ইফেক্ট ও অ্যানিমেশনও নিয়ে আসা হয়েছে। 

সম্প্রতি একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে। 

ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও