প্রযুক্তি দুনিয়ার অন্যতম আলোচিত বিষয় এখন ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি। গত নভেম্বরে চালুর পর থেকে মাত্র ২ মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। এই চ্যাটবটের ব্যবহার শিখিয়েই ৩৫ হাজার ডলার আয় করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ২৩ বছর বয়সী এক যুবক। মূলত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ইউডেমিতে একটি কোর্সের মাধ্যমে তিনি চ্যাটজিপিটি শিখিয়েছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীদের।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ল্যান্স জাঙ্ক নামের ওই তরুণ শিক্ষকের কোর্সের নাম — ‘চ্যাটজিপিটি মাস্টারক্লাস: আ কমপ্লিট চ্যাটজিপিটি গাইড ফর বিগিনার্স’। এই কোর্সে এরই মধ্যে ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত, কানাডা, জাপানের মতো বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চ্যাটজিপিটির ব্যবহার শিখেছেন এই কোর্সের মাধ্যমে।
কোর্সের শিক্ষক জাঙ্ক জানান, তিনি চেয়েছিলেন এই চ্যাটবট যাতে সকলের ব্যবহারযোগ্য হয়।
তিনি আরও জানান, চ্যাটজিপিটি সম্পর্কে শেখার অনেক কিছু আছে। এআই চ্যাটবট নিয়ে অনেক মানুষের মধ্যেই ভীতি রয়েছে । এই চ্যাটবটকে তিনি সকল মানুষের কাছে সহজ করে তুলতে চান।