হোম > প্রযুক্তি

ছবি থেকেই ভিডিও তৈরি করে দেবে জেমিনি

আজকের পত্রিকা ডেস্ক­

ফিচারটি ধীরে ধীরে জেমিনির মোবাইল সংস্করণেও চালু হবে বলে জানিয়েছে গুগল। ছবি: সিনেট

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণীয় ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি ছবি দিয়েই বানাতে পারবেন আট সেকেন্ডের ভিডিও—তা-ও আবার শব্দসহ!

গুগলের উন্নত ভিডিও মডেলে ‘ভিও ৩’ নামের মাধ্যমে এই সুবিধা চালু হয়েছে। এটি কেবল ছবি নয়, সেই ছবির বর্ণনা ও শব্দের নির্দেশনা অনুযায়ী ভিডিও তৈরি করবে।

তবে জেমিনির নতুন এই ফিচার গুগল এআই আলট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু হয়েছে। তবে বর্তমানে শুধু জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে জেমিনির মোবাইল সংস্করণেও চালু হবে বলে জানিয়েছে গুগল।

জেমিনি ব্যবহারকারীরা প্রম্পট বারের ‘টুলস’ অপশনে ক্লিক করে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে পারবেন। এরপর দিতে হবে টেক্সটের মাধ্যমে নির্দেশনা। যেমন—ছবিটির ভেতরে কীভাবে নড়াচড়া হবে এবং কী ধরনের শব্দ থাকবে। চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ কিংবা কথাবার্তাও নির্দেশনা হিসেবে যুক্ত করা যাবে।

তৈরি হওয়া ভিডিওগুলো এমপিফোর (এমপি৪) ফরম্যাটে, ১৬: ৯ ল্যান্ডস্কেপে এবং ৭২০পি রেজল্যুশনে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতেই একটি দৃশ্যমান ও একটি অদৃশ্য ‘সিন্থআইডি ওয়াটারমার্ক (জলছাপ)’ থাকবে, যা জানিয়ে দেবে এটি একটি এআই-জেনারেটেড কনটেন্ট।

গুগল জানিয়েছে, ‘দৈনন্দিন জিনিসপত্রে অ্যানিমেশন যুক্ত করতে, নিজের আঁকা ছবি জীবন্ত করতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।’

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মার্চে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ ফিল্মমেকিং টুল চালু করেছিল, যেখানে একই রকম ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা ছিল। তবে এবার জেমিনির মাধ্যমেই সরাসরি সেই কাজটি করা যাবে, আলাদা কোনো অ্যাপ খুলতে হবে না।

গুগল আরও জানিয়েছে, ফ্লো নামের ফিচারটি আরও ৭৫টি দেশে চালু হচ্ছে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার