হোম > প্রযুক্তি

৪ লাখ ডলারে বিক্রি হলো স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটার

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি কম্পিউটারটি ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৪৫ বছর আগে তৈরি কম্পিউটারটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিলামে বিক্রি হয়।  

ধারণা করা হচ্ছিল, ছয় লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হবে এই কম্পিউটারটি। 

নিলামে ওঠা অ্যাপল-১ মডেলের কম্পিউটারটি কাঠের ফ্রেমে তৈরি।  জবস এবং ওজনিয়াক গ্যারেজে বসে শুরুর দিকে যে ২০০টি কম্পিউটার তৈরি করেছিল এটি তার মধ্যে অন্যতম।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারটির কাঠের ফ্রেমটি হাওয়াই থেকে নকশা করে আনা। অ্যাপলের তৈরি প্রথম ২০০টি কম্পিউটারে এই ফ্রেম ব্যবহার করা হয়েছিল।

নিলাম হাউসের ওয়েবসাইটে বলা হয়,  ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার চাফি কলেজের একজন অধ্যক্ষ এই কম্পিউটারটি কিনেছিলেন। পরে তিনি ১৯৭৭ সালে তার এক শিক্ষার্থীর কাছে সেটি বিক্রি করে দেয়।

লস অ্যাঞ্জেলস টাইমের প্রতিবেদনে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ওই শিক্ষার্থী তখন ৬৫০ ডলারে কম্পিউটারটি কিনেছিলেন।

নিলাম হাউসের কর্মকর্তা জন মোরান বলেন, কম্পিউটারটির এখন পর্যন্ত দুজন মালিক ছিলেন।  

নিলামের বিষয়ে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসে অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, শুধু প্রযুক্তিশিল্প সংশ্লিষ্টরা নয় অনেক মানুষই জানতে চায় কোন ব্যক্তির আছে অ্যাপল-১ কম্পিউটারটি রয়েছে।  

১৯৭০ এবং ৮০র দশকে সফলতা পায় জবস এবং ওজনিয়াকের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল। ২০১১ সালের মৃত্যুর আগে অ্যাপলকে জনপ্রিয় কোম্পানি হিসেবে দেখে গিয়েছে এর প্রতিষ্ঠাতে স্টিভ জবস।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের