হোম > প্রযুক্তি

নিজেদের তৈরি মডেল রকেট আকাশে ওড়াল শিশুরা 

মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিশু-কিশোরদের উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প ৩য় বারের মতো আয়োজন করেছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। এই ওয়ার্কশপে শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করছে এবং তাদের তৈরিকৃত রকেট উৎক্ষেপণের মাধ্যমে রকেটের বিভিন্ন অংশ সম্বন্ধে জেনেছে। এ ছাড়া, রকেট কীভাবে কাজ করে, এর ইতিহাস, এবং গাণিতিক বিভিন্ন হিসেব নিকেশের মাধ্যমে কীভাবে একটা রকেট আকাশে উড়তে পারে সেই বিষয়ে তাঁরা ধারণা পেয়েছে। 

আজ (১৮ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ। ওয়ার্কশপটিতে সারা বাংলাদেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনটিতে শিশুরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মডেল রকেট, ওয়াটার রকেট এবং ভেহিকেল রকেট তারা তৈরি করে। 

আয়োজনটিতে সহ আয়োজক হিসেবে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক জনাব মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন ‘এই ওয়ার্কশপের মাধ্যমে শিশুদের মনে বিজ্ঞানের বীজ বপন করা হলো। এদের মধ্য থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানীদের দেখতে পাব। বাংলাদেশ ইনোভেশন ফোরামের এই আয়োজন আমাকে অভিভূত করেছে। আশা করছি, আমরা সামনের দিনগুলোতেও একসঙ্গে আরও বড় পরিসরে কাজ করব।’

ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পরিচালক (যুগ্ম সচিব) এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর অধ্যক্ষ জহুরা বেগম।

স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘শিশুদের মাঝে খেলার ছলে মহাকাশ বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই ওয়ার্কশপ।’

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি