হোম > প্রযুক্তি

প্রযুক্তি জায়ান্টদের লাগাম টানতে অক্টোবরেই কার্যকর হবে নীতিমালা

প্রযুক্তি ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি-ট্রাস্ট পলিসির প্রধান মার্গ্রেথ ভেস্টেগার বলেছেন, মার্কিন প্রযুক্তি জায়ান্টদের লক্ষ্য করে তৈরি করা কঠোর নীতিমালা আগামী অক্টোবর থেকে কার্যকর হবে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে ভেস্টেগার নতুন এই ডিজিটাল মার্কেট নীতিমালার প্রস্তাব করেন। এই নীতিমালার মূল লক্ষ্যই হচ্ছে আমাজন, অ্যাপল, মেটা, গুগল, মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের লাগাম টেনে ধরা। নতুন এই নীতিমালায় বলা হয়েছে, নীতি লঙ্ঘন করলে প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক বৈশ্বিক টার্নওভারের ১০ থেকে ২০ শতাংশ জরিমানা গুনতে হবে। এ ছাড়া আসতে পারে নিষেধাজ্ঞা। 

ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি-ট্রাস্ট পলিসির প্রধান মার্গ্রেথ ভেস্টেগার বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ডিজিটাল মার্কেটপ্লেসের ন্যায্যতা ফিরিয়ে আনা। কারণ বড় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করে আসছে।’

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন এই নীতিমালা মেনে চলতে ছয় মাস সময় পাবে। গত বৃহস্পতিবার বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা তৈরিতে একমত হন ইউরোপীয় আইন প্রণেতারা। 

নীতিমালা তৈরির ঘোষণাটি এখন পর্যন্ত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ, যা বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারের আধিপত্য নিয়ন্ত্রণে লাগাম টেনে ধরবে বলে ধারণা করা হচ্ছে। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব