হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে টেক্সট হাইলাইট ও তালিকা তৈরির নতুন ৪ ফরম্যাট

চ্যাটিংয়ের মাধ্যমে যোগযোগকে আরও সহজ করতে নতুন চারটি টেক্সট ফরম্যাট নিয়ে এল হোয়াটসঅ্যাপ। বিভিন্ন সংকেত ব্যবহার করে বুলেট ও নম্বর তালিকা, ব্লক কোটস বা উদ্ধৃতি হাইলাইট এবং ইনলাইন কোড টেক্সেটের মাধ্যমে তৈরি করা যাবে। এর ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো হাইলাইট করা যাবে। অর্থাৎ টেক্সটগুলো ভালোভাবে চোখে পড়বে ও চ্যাটগুলো সুশৃঙ্খলভাবে থাকবে।

অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও ম্যাকের হোয়াটসঅ্যাপের নতুন ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ব্যবহার করা যাবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের টেক্সট বোল্ড, ইটালিক, মনোস্পেস ফরম্যাটের সঙ্গে নতুন চারটি ফরম্যাট যুক্ত হবে।

মেসেজে সরাসরি টেক্সট ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে।

বুলেট লিস্ট: শপিং বা কাজের তালিকা তৈরি করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। টেক্সট রেখার সময় কোনো বর্ণের আগে ‘-’ এই সংকেত যুক্ত করে একটি স্পেস দিলেই এই ফরম্যাটে লেখা যাবে।

নম্বর লিস্ট: এই ফরম্যাটে নম্বর দিয়ে তালিকা তৈরি করা যাবে। যেমন–কোনো নির্দিষ্ট ক্রমে কোনো নির্দেশনা দিতে এই নম্বরভিত্তিক তালিকা কাজে লাগবে। এই ফরম্যাট ব্যবহারের জন্য এক বা একাধিক সংখ্যা (যেমন–‘1 ’) লিখুন ও এরপরে ‘. ’ চিহ্ন দিয়ে একটি স্পেস দিন।

ব্লক কোটস: কোনো উদ্ধৃতি আলাদা করে বোঝাতে চাইলে বা হাইলাইট করতে চাইলে এই ফ্যারম্যাট ব্যবহার করা যাবে। এজন্য ‘>’ টাইপ করে স্পেস দিন এবং যে বাক্যটি হাইলাইট করতে চান সেটি লিখতে থাকুন।

ইনলাইন কোড: কোন নির্দিষ্ট তথ্য হাইলাইট করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। এটি বিশেষ করে কোডারদের জন্য বেশি কাজে লাগবে। এজন্য “`” সংকেত ব্যবহার করা যায়।

তথ্যসূত্র: দ্য ভার্জ

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার

ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন কাল, যেসব সুবিধা মিলবে