হোম > প্রযুক্তি

ফেসবুকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্টের ক্ষেত্রে ক্রস-চেক ফিচারে আসছে পরিবর্তন  

প্রযুক্তি ডেস্ক

গুরুত্বপূর্ণ মানুষদের পোস্টের পর্যালোচনা প্রক্রিয়ায় পরিবর্তন আনছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অন্যান্য জনপ্রিয় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট যে ক্রস-চেক সুবিধা পেত, তা শিগগিরই সংস্কার করা হবে। ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবী করা হয় মেটা গুরুত্বপুর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে এই স্বয়ংক্রিয় ফিচার। পরবর্তীতে এ নিয়ে সমালোচনার মুখে পড়ে মেটা।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, ক্রস-চেক কার্যক্রম নিয়ে ওভারসাইট বোর্ড মোট ৩২টি সুপারিশ করেছিল। এগুলোর সম্পূর্ণ বা আংশিক বাস্তবায়ন করা হবে। এর আগে, গুরুত্বপূর্ণ বা ভিআইপিদের দেওয়া ফিচারে এই ৩২টি পরিবর্তন আনতে সুপারিশ করে বোর্ড।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘ক্রসচেক ফিচারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই পদক্ষেপ এই প্রক্রিয়াকে উন্নত এবং আরও কার্যকর, জবাবদিহিমূলক ও ন্যায়সংগত করে তুলবে।’  

ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্কদের আপত্তিকর ছবি মুছতে নতুন একটি টুল তৈরিতে প্রাথমিকভাবে অর্থায়ন করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এই টুল ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুরা নিজেরাই তাদের ছবি ও ভিডিওর ব্যাপারে রিপোর্ট করতে পারবে। আবার প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও ওই ধরনের ছবি বা ভিডিও সামনে এলে এই টুলের মাধ্যমে রিপোর্ট করতে বা মুছে ফেলতে পারবেন।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটির নাম ‘টেক ইট ডাউন’। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, বিনামূল্যে ব্যবহারের সুবিধার জন্য এই টুল তৈরিতে প্রাথমিক অর্থায়ন করছে মেটা। এই টুল ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে থাকা অপ্রাপ্তবয়স্কদের নগ্ন, আংশিক নগ্ন বা যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও মুছে ফেলতে এবং পুনরায় শেয়ার করার অপশন বন্ধ করতে পারবেন। মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম এরই মধ্যে এই টুল প্রয়োগের জন্য ওনলিফ্যানস, পর্নহাব, মাইন্ডগিক ও ইউবুর সঙ্গে যৌথ চুক্তি করেছে।

এনসিএমইসির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল ডিলাউন বলেন, ‘আমরা এ টুল তৈরি করেছি কারণ, অনেক শিশু এ সকল কারণে হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েছে।

আমরা আশা করি, শিশুরা এই টুল সম্পর্কে সচেতন হবে। এ ছাড়া, তাদের মধ্যে একধরনের স্বস্তিতে থাকবে এই ভেবে যে, যেকোনো আপত্তিকর ছবি মুছে ফেলার জন্য এই টুল আছে। তাদের সাহায্য করতে এনসিএমইসি আছে।’ 

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের