হোম > খেলা > ফুটবল

‘সতীর্থদের খাওয়াব আর মায়ের জন্য কিছু কিনব’

এবারের সাফে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।

বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’

‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্‌যাপন করেন তিনি। কেন এই উদ্‌যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্‌যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্‌যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্‌যাপন)।’

এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’

অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন