ইংলিশ প্রিমিয়ার লিগে যেন জিততেই ভুলে গেছে লিভারপুল। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক না কেন, জয়ের দেখা পাচ্ছে না অলরেডরা। গতকাল মলিনিউক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। ম্যাচ শেষে হতাশ ইয়ুর্গেন ক্লপ তাই গণমাধ্যমকে এড়িয়ে যেতে চাইছিলেন।
মলিনিউক্সে গতকাল প্রথম ২০ মিনিটের মধ্যেই ২টি গোল হজম করে বসে লিভারপুল, যার মধ্যে ৫ মিনিটে জোয়েল মাতিপের আত্মঘাতী গোল রয়েছে। এরপর ১২ মিনিটে গোল করেন উলভস ডিফেন্ডার ক্রেগ ডসন। আর ৭১ মিনিটে উলভসের তৃতীয় গোল করেন মিডফিল্ডার রুবেন নেভেস। ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ক্লপকে ‘দ্য অ্যাথলেটিকের’ সাংবাদিক জেমস পিয়ার্স প্রশ্ন করেন, ‘ধীরগতিতে শুরু করা তো এই মৌসুমের থিম হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবেই কি এমনটা কাজ করে?’ এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আপনার সঙ্গে কথা বলা কঠিন। আমি শতভাগ সৎ থাকতে চাইছি। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাইছি না। কারণটা আপনি জানেন। অন্য কেউ প্রশ্ন করলে আমি উত্তর দেব।’
উলভসের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া লিভারপুলের পয়েন্ট এখন ২৯। ২০ ম্যাচ খেলা অলরেডরা পয়েন্ট তালিকায় এখন আছে ১০ নম্বরে। চার নম্বরে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৪০। অলরেডরা বাকি ১৮ ম্যাচে সেরা চারে জায়গা করে নিতে পারবে কি না, তা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’।