হোম > খেলা > ফুটবল

প্রেমিকার টাকা না দেওয়ায় জেলে যেতে পারেন রোনালদিনহো! 

কদিন আগেই ভুয়া পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে জেল খেটে এসেছেন রোনালদিনহো। এখন আরও একবার এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে জেলে যেতে হতে পারে বলে শোনা যাচ্ছে। সাবেক প্রেমিকার ভরণপোষণের খরচ না দেওয়ার কারণে জেলে যেতে হতে পারে রোনালদিনহোকে। 

সর্বকালের অন্যতম সেরা তারকাদের একজন রোনালদিনহো। বল পায়ে কারিকুরিতে মুগ্ধ করা সাবেক এই ব্রাজিলিয়ান তারকা মাঠের বাইরেও ছিলেন আলোচিত-সমালোচিত। এমনকি ফুটবলকে বিদায় জানানোর পরও হয়েছেন নেতিবাচক খবরের শিরোনাম। 

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম বলছে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে রোনালদিনহোকে তাঁর সাবেক প্রেমিকা প্রিসিলা কোয়েলহোর প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে বলা হয়েছে। যদি তিনি তা বুঝিয়ে দিতে না পারেন, তবে তাঁকে আবার জেলে যেতে হবে। প্রিসিলার আইনজীবী ব্রুনো মেদ্রাদো ব্রাজিলিয়ান এক সংবাদপত্রকে বলেছেন, এখনই রোনালদিনহোকে সমস্ত পাওনা বুঝিয়ে দিতে হবে। 

এর আগে ব্যালন ডি’অর বিজয়ী তারকা রোনালদিনহো ও তাঁর সাবেক প্রেমিকা প্রিসিলাকে একসঙ্গে নিয়ে সালিস বসানো হয়, যেখানে প্রিসিলাকে আইনি স্ত্রী বিবেচনা করে প্রতি মাসে প্রায় ১৩ হাজার ৫০০ পাউন্ড করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় রোনালদিনহোকে। প্রথম কিস্তি দেওয়ার পর অবশ্য আদালতে আপিল করতে পারবেন রোনালদিনহো। তবে এখন যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেন, তবে জেলে যেতে হতে পারে তাঁকে। 

২০১৮ সালে জানা গিয়েছিল, রোনালদিনহো একই সময়ে দুই বান্ধবী প্রিসিলা ও বেয়াত্রিজ সোসাকে বিয়ে করেছেন। সে সময় একই সঙ্গে দুই বিয়ের খবর বেশ আলোড়ন তুলেছিল। রোনালদিনহো অবশ্য পরে এই খবর অস্বীকার করেছিলেন। 

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর