হোম > খেলা > ফুটবল

যেখানে বর্ণবাদ, সেখানে বিশ্বকাপ চান না ভিনিসিয়ুস

ফুটবল ক্যারিয়ারে কিছুদিন পরপরই বর্ণবাদী আচরণের শিকার হওয়ার খবরের শিরোনাম হন ভিনিসিয়ুস জুনিয়র। এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা পোড়ায় রিয়াল মাদ্রিদ ফুটবলারকে। ভিনিসিয়ুসের আহ্বান, যদি বর্ণবাদী আচরণ বন্ধ না হয়, ২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ যেন স্পেন থেকে সরিয়ে নেওয়া হয়।

২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে স্পেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেছেন, ‘২০৩০ সাল পর্যন্ত আমাদের পরিবর্তনের অনেক জায়গা আছে। আশা করি, স্পেন মানসিকভাবে আরও বিকশিত হবে এবং বুঝতে পারবে যে গায়ের রঙের কারণে কাউকে অপমান করা কতটা গুরুতর।’

ভিনি বলেন, ‘যদি ২০৩০ সালের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, আমি মনে করি আমাদের (বিশ্বকাপ) ভেন্যু সরিয়ে নিতে হবে। কারণ, যদি কোনো খেলোয়াড় এমন একটি দেশে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ না করে এবং নিরাপদ বোধ না করে, যেখানে তারা বর্ণবাদের শিকার হতে পারে, তবে এটি কিছুটা কঠিন।’

স্পেনে রিয়ালের হয়ে খেলার সময় প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে অসংখ্যবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। ২০২৩-২৪ মৌসুমে ভ্যালেন্সিয়ায় বৈষম্যমূলক এমন এক ঘটনায় তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত। বার্সেলোনা, সেভিয়া, মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদের মাঠেও বিভিন্ন সময়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি।

ভিনিসিয়ুস অবশ্য জানিয়েছেন, বেশির ভাগ মানুষই বর্ণবাদী নয়, একটি ছোট অংশ এ কাজ করে। ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলার বলেন, ‘স্পেনে অনেক মানুষ আছে, যাদের বেশির ভাগই বর্ণবাদী নয়। ছোট একটি গোষ্ঠী আছে, যারা এমন একটি দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করে। আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে ভালোবাসি। স্পেনকে ভালোবাসি, এখানে পরিবারের সঙ্গে বসবাস করার জন্য সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে।’

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা