হোম > খেলা > ফুটবল

বিদায়ী হারটা প্রাপ্য ছিল না, বলছেন টেন হাগ

সবশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ফিরলেও ফেরা একদম বাজে হয়েছে। এতটাই বাজে যে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বে। 

 ২০০৫–০৬ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বের তলানি থেকে বিদায় নিয়েছে ম্যান ইউনাইটেড। এমন বিদায়ের পর তাই স্বাভাবিকভাবেই যে কথা শোনা যায় কোচ ও খেলোয়াড়দের মুখে, সেটাই জানিয়েছেন ইংলিশ ক্লাবের কোচ এরিক টেন হাগও। বিদায়ঘণ্টা বাজার পর পর টুর্নামেন্ট থেকে শিক্ষা নেওয়ার কথাই জানালেন শিষ্যদের। 

বিদায়টা আবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই হয়েছে রেড ডেভিলদের। বায়ার্ন মিউনিখের কাছে ১–০ গোলে হারার পর এমনটি জানিয়েছেন টেন হাগ। পেছনে ফিরে তাকালে নেদারল্যান্ডসের কোচের কষ্ট হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘না, দুঃখ হচ্ছে না। আমরা এটা (নকআউট পর্বে) করতে পারিনি কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে। এটি থেকে আমাদের শিখতে হবে।’ 

৭০ মিনিটে কিংসলে কোমানের গোলের জয়টি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্নের টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি। এ ছাড়া গ্রুপ পর্বে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৯ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে তারা। তবে হারটা প্রাপ্য ছিল না বলে জানিয়েছেন টেন হাগ। 

ম্যাচ শেষে টেন হাগ বলেছেন, ‘আমরা আজকে (গতকাল) হারিনি, এটা পরিষ্কার। আমার দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম, কিন্তু পরে কিছু ভুল করেছি আমরা। আমাদের হারটা প্রাপ্য ছিল না। এটা ঠিক আমরা ম্যাচ হেরেছি।’ 

এ মৌসুমে ১৫ গোল হজম করেছে ম্যান ইউনাইটেড। টুর্নামেন্টে ইংলিশ ক্লাবের ইতিহাসে এক মৌসুমে আর কোনো দল গ্রুপ পর্বে এত গোল হজম করেনি। সব মিলিয়ে এই মৌসুমে ২৪ ম্যাচ খেলে অর্ধেক হেরেছে রেড ডেভিলরা।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার