হোম > খেলা > ফুটবল

ইতিহাস গড়ে উচ্ছ্বসিত এমবাপ্পে 

রেকর্ড গড়া যেন ডালভাত কিলিয়ান এমবাপ্পের কাছে। প্রতিদিন নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। গতকাল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সর্বোচ্চ গোলদাতা হলেন এমবাপ্পে। নতুন এই ইতিহাস গড়ে উচ্ছ্বসিত ফরাসি এই তারকা ফুটবলার। 

পিএসজির হয়ে ২০০ গোলের মাইলফলক এমবাপ্পে অর্জন করেছিলেন কয়েকদিন আগেই। এডিনসন কাভানির সঙ্গে প্যারিসিয়ানদের হয়ে যৌথভাবে শীর্ষ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। ফরাসি এই তারকা ফুটবলার রেকর্ডটা নিজের করে নিতে বেছে নিলেন গতকালকেই। ম্যাচের অতিরিক্ত সময়ে টিমোথি পেম্বেলের অ্যাসিস্টে গোল করেন এমবাপ্পে। ২০১ গোল করে পিএসজির জার্সিতে শীর্ষ গোলদাতা হয়ে গেলেন ফরাসি এই ফরোয়ার্ড। 

সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ভীষণ উচ্ছ্বসিত এমবাপ্পে। ক্যানাল প্লাসকে পিএসজির এই ফরোয়ার্ড বলেন, ‘ইতিহাস গড়তেই আমি খেলি। আমি সবসময় বলি যে নিজের দেশ ফ্রান্স এবং রাজধানী শহরে ইতিহাস গড়তে চাই। এটা করে ভালোই লাগছে। কিন্তু এখনো অনেক দূর যেতে হবে। এটা তো ব্যক্তিগত অর্জন। আর আমি এখানে দলগত অর্জন পেতেও এসেছি।’ 

চলতি মৌসুম পিএসজির হয়ে দারুণ কাটাচ্ছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলে ৩০ ম্যাচে করেছেন ৩০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭ গোলে।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী