হোম > খেলা > ফুটবল

১০০০ গোলের মাইলফলক ছুঁয়েই ছাড়বেন রোনালদো

ক্যারিয়ারে কত রেকর্ড যে ক্রিস্টিয়ানো রোনালদো গড়েছেন, সেটা হয়তো গুনেও শেষ করতে পারবেন না। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটছেন পাগলা ঘোড়ার মতো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড গড়তে চান আরও অনেক রেকর্ড।

আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও দুর্দান্ত রোনালদো। ইউরোপ পর্ব শেষে দেড় বছর ধরে রাজত্ব করছেন মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে এরই মধ্যে ৬২ গোল করে ফেলেছেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত তাঁর গোল ৮৯৯। সংখ্যাটাকে হাজারে নিয়ে যেতে চান পর্তুগিজ এই ফরোয়ার্ড। রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘৯০০ গোল শিগগিরই করে ফেলব। তারপর ১০০০ পার করব। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে চাই। সেটাই আমার চ্যালেঞ্জ।’

এ বছরের ফেব্রুয়ারিতে ৩৯ পূর্ণ করেছেন রোনালদো। বেশির ভাগ ক্ষেত্রেই ৩৫ পেরোলেই খেলোয়াড়েরা অবসরের ঘোষণা দেন। পর্তুগিজ ফরোয়ার্ড অবশ্য ক্যারিয়ারের ইতি টানার দিনক্ষণ এখনো জানাননি। বয়সের হিসাব বাদ দিয়ে ১০০০ গোলের দিকেই পাখির চোখ করেছেন রোনালদো, ‘৪১? তা তো জানি না। যদি আমার চোট না থাকে, তাহলে সেটা গুরুত্বপূর্ণ (১০০০ গোল)। সেটা আমি চাই। আমার কাছে ফুটবলে এটাই সেরা অর্জন হতে যাচ্ছে।’

১৩০ গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখনো সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২০০৩ থেকে শুরু করে পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ২১২ ম্যাচ। অ্যাসিস্ট করেছেন ৪৫ গোলে। এ ছাড়া ক্লাব ফুটবলে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস চারটি ইউরোপীয় ক্লাবে খেলার পর আল নাসর তাঁর পঞ্চম ক্লাব। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’, সৌদি প্রো লিগ এই চার লিগেই ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। যেখানে ৩১১ গোল করেছেন লা লিগায়। ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ২০১৬ ইউরো।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে