হোম > খেলা > ফুটবল

১০০০ গোলের মাইলফলক ছুঁয়েই ছাড়বেন রোনালদো

ক্যারিয়ারে কত রেকর্ড যে ক্রিস্টিয়ানো রোনালদো গড়েছেন, সেটা হয়তো গুনেও শেষ করতে পারবেন না। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটছেন পাগলা ঘোড়ার মতো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড গড়তে চান আরও অনেক রেকর্ড।

আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও দুর্দান্ত রোনালদো। ইউরোপ পর্ব শেষে দেড় বছর ধরে রাজত্ব করছেন মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে এরই মধ্যে ৬২ গোল করে ফেলেছেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত তাঁর গোল ৮৯৯। সংখ্যাটাকে হাজারে নিয়ে যেতে চান পর্তুগিজ এই ফরোয়ার্ড। রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘৯০০ গোল শিগগিরই করে ফেলব। তারপর ১০০০ পার করব। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে চাই। সেটাই আমার চ্যালেঞ্জ।’

এ বছরের ফেব্রুয়ারিতে ৩৯ পূর্ণ করেছেন রোনালদো। বেশির ভাগ ক্ষেত্রেই ৩৫ পেরোলেই খেলোয়াড়েরা অবসরের ঘোষণা দেন। পর্তুগিজ ফরোয়ার্ড অবশ্য ক্যারিয়ারের ইতি টানার দিনক্ষণ এখনো জানাননি। বয়সের হিসাব বাদ দিয়ে ১০০০ গোলের দিকেই পাখির চোখ করেছেন রোনালদো, ‘৪১? তা তো জানি না। যদি আমার চোট না থাকে, তাহলে সেটা গুরুত্বপূর্ণ (১০০০ গোল)। সেটা আমি চাই। আমার কাছে ফুটবলে এটাই সেরা অর্জন হতে যাচ্ছে।’

১৩০ গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখনো সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২০০৩ থেকে শুরু করে পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ২১২ ম্যাচ। অ্যাসিস্ট করেছেন ৪৫ গোলে। এ ছাড়া ক্লাব ফুটবলে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস চারটি ইউরোপীয় ক্লাবে খেলার পর আল নাসর তাঁর পঞ্চম ক্লাব। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’, সৌদি প্রো লিগ এই চার লিগেই ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। যেখানে ৩১১ গোল করেছেন লা লিগায়। ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ২০১৬ ইউরো।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি