হোম > খেলা > ফুটবল

সাতে সাত ব্রাজিলের

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দিনের আগের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রতিবেশীদের মতো সহজ না হলেও আরেক ম্যাচে জয় পেয়েছে ব্রাজিলও। চিলিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সাত ম্যাচের সাতটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার-কাসেমিরোরা।

ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন এভারটন রিবেইরো। চিলির মাঠে প্রথমার্ধে ব্রাজিল তেমন ভালো খেলতে পারেনি। অন্যদিকে গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে চিলি, যার খেসারত হিসেবে ঘরের মাঠে শেষ পর্যন্ত হারতে হয়েছে ভিদাল-ভার্গাসদের। প্রথমার্ধের শেষ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বদলি হয়ে ব্রাজিল কোচ তিতে মাঠে নামান ৩২ বছর বয়সী উইঙ্গার রিবেইরোকে।

শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেন রিবেইরো। প্রথমার্ধে গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে গোলের দেখা পায় সেলেসাওরা। নেইমারের শট প্রথমে আটকে দেন চিলি গোলকিপার ক্লাউদিও ব্রাভো। ফিরতি বলে নেওয়া শটে বল জালে পাঠান রিবেইরো।

দুই দলই এদিন শরীরনির্ভর ফুটবল খেলার চেষ্টা করেছে। পুরো ম্যাচে মোট ৩৮টি ফাউল হয়েছে। সমান ১৯টি করে ফাউল করেছে দুই দল। ম্যাচে রেফারিকে হলুদ কার্ডের শরণ নিতে হয়েছে আটবার। সমান চারটি করে হলুদ কার্ড খেয়েছেন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচে মোট শট নেওয়ায় অবশ্য এগিয়ে ছিল চিলি। মোট ১২টি শট নেওয়া চিলি গোলপোস্টে রাখতে পেরেছে ৩টি। অন্যদিকে ১০টি শট নিয়ে ৪টি গোলপোস্টে রাখতে পেরেছেন নেইমাররা।

এই জয়ে সাত ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রইল ব্রাজিল। সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। সমান সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন