হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিততেই ব্রাজিলের লাগল ১০ বছর

ক্রীড়া ডেস্ক    

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ বছর পর জিতল ব্রাজিল। ছবি: এএফপি

১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের বিপক্ষে জিততে পারছিল না ব্রাজিল। অবশেষে সেই গেরো খুলল আজ। ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল। আজ ক্যালিফোর্নিয়ার পেপাল পার্কে ড্র হতে যাওয়া ম্যাচটি ২-১ গোলে জিত নিলেন ব্রাজিলের মেয়েরা। বদলি নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমান্দা গুতিয়েরেস জয় নিশ্চিত করেন অতিথিদের।

লস অ্যাঞ্জেলেসে গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল ব্রাজিল। এ ম্যাচেও দাপটের সঙ্গে শুরু করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম মিনিটেই স্ট্রাইকার ক্যাটারিনা মাসারিওর গোলে এগিয়ে যায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ৩৪ সেকেন্ডে গোল করেন তিনি।

ব্রাজিলও সমতায় ফিরতে বেশ মরিয়া হয়ে ওঠে। সুফল পেতেও দেরি হয়নি। ২৪ মিনিটে ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গার কেরোলিনের গোলে সমতায় ফেরে র‍্যাঙ্কিংয়ে আট নম্বর দল ব্রাজিল। বক্সে ঢুকে ডান পায়ের একটি অসাধারণ শটে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যান্ডি ম্যাকগ্লিনকে পরাস্ত করেন তিনি। নির্দিষ্ট সময় শেষ ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথে। ঠিক তখনই দৃশ্যপট বদলে দেন আমান্দা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক গোল করেন এই ফরোয়ার্ড। তাঁর গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। রোমাঞ্চকর ম্যাচটি জিতে প্রীতি ম্যাচে একটি করে জয় পেল যুক্তরাষ্ট্র-ব্রাজিল দুই দলই। ২০১৪ সালে ব্রাসিলিয়ায় একটি প্রীতি ম্যাচে শেষবার যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী