হোম > খেলা > ফুটবল

ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ

ক্রীড়া ডেস্ক    

ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল সমার্থকদের রোমাঞ্চ এখনো কমেনি। এর মধ্যেই আলোচনায় আরেক ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি আরবে ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে জাতীয়দের ফুটবলাররা। তবে ফেরেননি ফাহামিদুল। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়ান ধরেছেন।

সৌদিতে দলের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহামিদুলের। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়, অনেকেরই প্রশ্ন—কেন ফাহামিদুল ফিরে গেছেন? অবশেষে এর ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। তাঁর মতে ফাহামিদুল জাতীয় দলে খেলার মতো এখনো প্রস্তুত নন। কাবরেরা বলেন, ‘সে সৌদি ক্যাম্পে ভালো অনুশীলন করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। তাকে আরও সময় দিতে হবে।’

ফেনীতে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে। হামজার আগমন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তাই প্রবাসী ফুটবলারদের প্রতি ঝোঁকও বাড়তে থাকে। ফাহামিদুল সেখানে নতুন সংযোজন ছিলেন।

হামজাকে নিয়ে বেশ রোমাঞ্চিত ক্যাবরেরা। বাংলাদেশ কোচ বললেন, ‘হামজাকে নিয়ে সবাই রোমাঞ্চিত। প্রতি সপ্তাহে আমার সঙ্গে তার কথা হয়েছে। এখন আমাদের লক্ষ্য ভারতকে হারানো।’ আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে কাবরেরার দল।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী