কৈশোরের প্রেমিকা লুসিয়া লুইয়ের সঙ্গে বাগদান সারলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস র্যাশফোর্ড। এর আগে মাঝে একবার ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল তাঁদের। তবে সমস্ত বাধা-বিপত্তি দূর করে নিজেদের বন্ধনকে আরও শক্তিশালী করলেন র্যাশফোর্ড ও লুসিয়া।
সম্প্রতি র্যাশফোর্ড লুসিয়ার সঙ্গে অন্তরঙ্গ একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। একটি সূত্র দ্য সানকে বলেছে, ‘তারা এখন দারুণ আনন্দে আছে। অনেক দিন ধরেই এমন কিছু পরিকল্পনা করছিলেন র্যাশফোর্ড।’
এর আগে গত ইউরোতে পেনাল্টি মিস করে বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে আলোচনায় এসেছিলেন ইংলিশ তারকা র্যাশফোর্ড। এর কিছু সময় আগে আরও একটি ঝড় বয়ে গিয়েছিল র্যাশফোর্ডের জীবনে। কৈশোরের প্রেমিকা লুসির সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল তাঁর। সে সময় লুসিয়া র্যাশফোর্ডের ঘর ছেড়েও বেরিয়ে যান। তবে দীর্ঘ আট মাসের বিচ্ছেদ শেষে ফের মিলন ঘটে এই দুজনের।