হোম > খেলা > ফুটবল

গোল করে এবার মায়ামিকে বাঁচালেন মেসি

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসির গোলে এবার হার থেকে বাঁচল ইন্টার মায়ামি। ছবি: এএফপি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪ এপ্রিল পুরো ৯০ মিনিট খেলেছিলেন লিওনেল মেসি। তবে একের পর এক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। লস অ্যাঞ্জেলেসের কাছে ইন্টার মায়ামি হেরেছিল ১-০ গোলে। দুই দিন বিরতির পর আজ মাঠে নেমে দলকে বাঁচালেন মেসি।

বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও টরন্টো। এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। মায়ামির একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকেই।

চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মায়ামির রক্ষণদুর্গ চিড়ে দুর্দান্ত এক গোল করেন টরন্টো মিডফিল্ডার ফেদেরিকো বার্নারদেস্কি। তাঁকে অ্যাসিস্ট করেন লরেনৎসো ইনসাইনি। টরন্টো গোল দেওয়ার পর অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে সমতাসূচক গোল করেন মেসি। ইন্টার মায়ামির মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া প্রথমে পাস দেন। সেই পাস মেসি রিসিভ করে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি, টরন্টো দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। মেসি, লুইস সুয়ারেজ গোলের একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছেন। ১-১ গোলের ড্রয়েই শেষ হয় ইন্টার মায়ামি-টরন্টো ম্যাচ। এই ড্রয়ের পর মায়ামি এখন এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট এখন মেসি-সুয়ারেজদের মায়ামির। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা