হোম > খেলা > ফুটবল

‘মানি লিগ’-এ ম্যানসিটিকে টপকে শীর্ষে উঠল রিয়াল 

‘মানি লিগে’ ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষস্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২২-২৩ মৌসুমে সর্বোচ্চ রাজস্ব আয় করেছে স্প্যানিশ ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমের পরে প্রথমবার মানি লিগের শীর্ষে উঠল লস ব্লাঙ্কোসরা।

ইংল্যান্ডের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ডেলয়েট ফুটবল মানি লিগের এই হিসেব দিয়ে থাকে। এবার রেকর্ড রাজস্ব আয় করে ডেলয়েটের ফিন্যান্সিয়াল র‍্যাংকিংয়ে শীর্ষে ওঠেছে রিয়াল। তাদের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৮৩২ মিলিয়ন ইউরো (প্রায় ৯ হাজার ৯৪৫ কোটি ১ লাখ টাকা), যা গত বছরের চেয়ে ১১৮ মিলিয়ন বেশি।

যদিও গত মৌসুমে লা লিগা জেতা হয়নি রিয়ালের। মৌসুম শেষ করেছিল চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে। তারপরও রিয়ালের রাজস্ব বাড়ার কারণ—শক্তিশালী পারফরম্যান্স ধরে রাখা, কভিড-১৯ মহামারির পর স্টেডিয়ামে আগের চেয়ে বেশি দর্শকদের উপস্থিতি ও স্পন্সরশিপ থেকে আয়।

গত মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর প্রথমবার জিতেছে চ্যাম্পিয়নস লিগও। তারপররও ২০২৪ সালের মানি লিগে তারা নেমে গেছে দুইয়ে। শীর্ষস্থান হারালেও অবশ্য আয় বেড়েছে সিটির। সম্প্রচার সত্ত্ব, বাণিজ্যিক রাজস্ব থেকে তাদের আয় বেড়েছে ২৬ মিলিয়ন ইউরো। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮২৬ মিলিয়ন ইউরো রাজস্ব দাঁড়িয়েছে সিটির।

৮০২ মিলিয়ন ইউরো রাজস্ব নিয়ে প্রথমবার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজি। বার্সেলোনা আছে চারে। তাদের রাজস্ব আয় ৮০০ মিলিয়ন ইউরো। মার্চেন্ডাইজিং ও সমর্থকদের স্টেডিয়ামে ফেরা থেকে রেকর্ড আয়ে সাত থেকে চারে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

ইউরোপিয়ান ক্লাবগুলোর বড় আয় এসেছে মূলত বাণিজ্যিক জায়গা থেকে। কভিডের প্রভাবে ২০১৯-২০ মৌসুমের পর যা প্রথমবারের মতো ২০১৫-১৬ মৌসুমে পর মানি লিগে দলগুলোর উত্থান-পতনের ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে। ২০ ক্লাবের মধ্যে ১৭টি ক্লাবের রাজস্ব বেড়েছে বাণিজ্যিক জায়গা থেকে। এ ব্যাপারে ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের ফিন্যান্সিয়াল বিশেষজ্ঞ টিম ব্রিজ বলেছেন, ‘চলমান ফুটবল শিল্পের জন্য মানি লিগে আরেকটি রেকর্ড ভাঙা বছর।’

মানি লিগের শীর্ষ ১০ 

 ক্লাব                                  বর্তমান রাজস্ব আয় (মিলিয়ন ইউরো)            গত বছরের রাজস্ব আয় (মিলিয়ন ইউরো)
রিয়াল মাদ্রিদ (২)                         ৮৩১.৪                                                                  ৭১৩.৭
ম্যানচেস্টার সিটি (১)                   ৮২৫.৯                                                                   ৭৩১
পিএসজি (৫)                               ৮০১.৮                                                                 ৬৫৪.২
বার্সেলোনা (৭)                             ৮০০.১                                                                ৬৩৮.২
ম্যানচেস্টার ইউনাইটেড (৪)        ৭৪৫.৮                                                                ৬৮৮.৬
বায়ার্ন মিউনিখ (৬)                      ৭৪৪.০                                                               ৬৫৩.৬
লিভারপুল (৩)                             ৬৮২.৯                                                               ৭০১.৮
টটেনহাম (৯)                              ৬৩১.৫                                                              ৫২২.৯
চেলসি (৮)                                  ৫৮৯.৪                                                              ৫৬৮.৩
আর্সেনাল (১০)                            ৫৩২.৬                                                             ৪৩৩.৫

*ব্র্যাকেটে থাকা সংখ্যা ক্লাবগুলোর আগের অবস্থান

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী