হোম > খেলা > ফুটবল

গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড গড়ল প্রিমিয়ার লিগ

আরেকটি রেকর্ড ভাঙা গ্রীষ্মকালীন দলবদল মৌসুম শেষ হলো প্রিমিয়ার লিগে। নতুন খেলোয়াড় কিনতে এই লিগের ২০ ক্লাব খরচ করেছে ২.৩৬ বিলিয়ন পাউন্ড। গত গ্রীষ্মে তাদের ব্যয় ছিল ১. ‍৯২ বিলিয়ান পাউন্ড। 

ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্ম ডেলোইত্তের বরাতে বিবিসি জানিয়েছে, গতবারের চেয়ে এবার প্রিমিয়ার লিগে খরচ হয়েছে ৪৪০ মিলিয়ন পাউন্ড বেশি। গত পরশু দলবদলের শেষ দিনেই খরচ হয়েছে ২৫৫ মিলিয়ন পাউন্ড। যা গতবারের শেষ দিনের চেয়ে দ্বিগুণ। 

ইতিমধ্যে দলবদল ইতিহাসে ২০২৩-২৪ মৌসুম সর্বোচ্চ ব্যয়ের তালিকায় উঠে এসেছে দুইয়ে। গত মৌসুমে শীতকালীন ও গ্রীষ্মকালীন দলবদল মিলিয়ে খরচ হয়েছিল ২.৭৩ বিলিয়ন পাউন্ড। এই এখনও বাকি আছে জানুয়ারির দলবদল। 

চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দলবদল শেষ হয়েছে গতকাল ১ সেপ্টেম্বর রাতে। সব মিলিয়ে ইউরোপের বাজারে খেলোয়াড় কেনায় ব্যয় ৬.৫ বিলিয়ন পাউন্ড। এটিই দলবদল ইতিহাসে সর্বোচ্চ ব্যয়। সৌদি প্রো লিগের চোখ কপালে তোলা ট্রান্সফারের কারণে এবার এই রেকর্ড হয়েছে। 

সব মিলিয়ে সৌদি আরবের ক্লাবগুলোর ব্যয় এখন পর্যন্ত মোট ৭২৮ মিলিয়ন পাউন্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের পরে গ্রীষ্মকালীন দলবদলে যা দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চ ব্যয় ৬৮২ মিলিয়ন পাউন্ড, সিরি আয়। বুন্দেসলিগা ব্যয় করেছে ৫৯৮ মিলিয়ন পাউন্ড। ৫৯৪ মিলিয়ন ব্যয় করে তাদের নিচে লিগ আঁ। ৩৪২ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে লা লিগা।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর