হোম > খেলা > ফুটবল

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর কারমানো জানলেন বাবা মারা গেছেন

সুখের সময় এমন দুঃসংবাদ নিশ্চয়ই আশা করেননি ওলগা কারমোনা। গতকাল তাঁর গোলেই মেয়েদের ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে স্পেন। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় দলটি। 

জয়ের নায়ক কারমোনাকে নিয়ে তাই উচ্ছ্বাসে ভাসছে স্পেন। কিন্তু যিনি এত আনন্দের উপলক্ষ এনে দিলেন, তাঁর জীবনেই চলছে ঝড়। জীবনের সবচেয়ে সুখের দিনই যে বাবার মৃত্যুসংবাদ শুনলেন তিনি। স্পেন অধিনায়কের বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। 

ট্রফি নিয়ে উদ্‌যাপনের পরেই বাবার মৃত্যুর সংবাদ শোনেন কারমোনা। দলের অধিনায়কের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে আরএফইএফ লিখেছে, ‘বেদনাদায়ক এই সময়ে আমরা ওলগা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা, আমরা তোমাকে ভালোবাসি। তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’ 

সামাজিকমাধ্যমে পরে বাবাকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন কারমোনা। পোস্টে বাবাকে ‘তারা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। চ্যাম্পিয়ন হওয়া পদকে চুমু খাওয়ার ছবি দিয়ে ২৩ বছর বয়সী ডিফেন্ডার লিখেছেন, ‘এটা না জেনেই, খেলা শুরুর আগেই আমার একটা তারা ছিল। জানি, তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। এটাও জানি, আজ রাতে আমাকে দেখে তুমি গর্বিত হচ্ছ। শান্তিতে ঘুমাও, বাবা।’ 

গতকাল প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলে স্পেন। আর প্রথমবারই বাজিমাত করে তারা। ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি ২৯ মিনিটে করেন কারমোনা। আজ ট্রফিসহ মাদ্রিদে পৌঁছাবে স্পেনের খেলোয়াড়। সেখানে দলকে বরণ করে নেবে আরএফইএফ ও দেশটির সমর্থকেরা।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন