হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে প্রদর্শন করা হবে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

‘কীর্তিমানের মৃত্যু নাই’—প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সঙ্গে এই কথাটা ভালোভাবে মিলে যায়। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা সেই ‘হ্যান্ড অব গড’-এর গল্প এখনো সবার মুখে মুখে ফেরে। এবার সেই বিখ্যাত জার্সিটির প্রদর্শনী হবে কাতার বিশ্বকাপে। 

চলতি বছরের ৪ মে ম্যারাডোনার জার্সিটা নিলামে তোলা হয়েছিল। জার্সিটি বিক্রি হয় রেকর্ড ৯৩ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি ২৫ লাখ টাকা)। তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। বিখ্যাত এই জার্সিটি কাতারের ৩-২-১ স্পোর্টস মিউজিয়ামের কাছে ধার দেওয়া হয়েছে। 

কাতার জাদুঘরের প্রধান শায়খা আল মায়েশা বিনতে হামাদ বিন খলিফা আল থানি জানিয়েছেন, বিশ্বকাপে জার্সিটির প্রদর্শনী দেখার জন্য তিনি খুবই আগ্রহী। সেই ম্যাচে সাবেক ইংলিশ ফরোয়ার্ড স্টিভ হজের সঙ্গে ম্যারাডোনার জার্সি বিনিময়ের কথা বলেছেন তিনি। কাতার জাদুঘরের প্রধান বলেন, ‘এই জার্সির গল্পটা অসাধারণ। ম্যারাডোনার সঙ্গে যখন নটিংহাম ফরেস্ট মিডফিল্ডার স্টিভ হজ জার্সি বিনিময় করেছিলেন, তখন থেকেই গল্পটা শুরু হয়েছিল।’ 

 ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে দুটো গোলই করেছিলেন ম্যারাডোনা। তার প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল লা আলবিসেলেস্তেরা।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা