হোম > খেলা > ফুটবল

এক মিনিটের ব্যবধানে চারটি আক্রমণ ঠেকিয়েছেন গোন্ডা

অবিশ্বাস্য, অসাধারণ-প্রশংসা করতে এই শব্দগুলো অনেক সময় যেন কমই হয়ে যায়। গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এক মিনিটের ব্যবধানে জার্মানি ফুটবলারদের চারটি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা। ‘সুপারম্যান’ গোন্ডাই জার্মানিকে হতাশ করেছেন বারবার। 

গতকাল জার্মানি-জাপান ম্যাচে ৭০ মিনিটের সময়কার ঘটনা। প্রথমে আক্রমণ করেন জোনাস হফম্যান। ঠেকিয়ে দিয়েছিলেন গোন্ডা। ফিরতি বলে এরপর শট নেন সার্জিও ন্যাব্রি। জাপানি গোলরক্ষক সেই শটও ঠেকিয়ে দিয়েছেন। এরপর রমের পাসে আবারও হেড দেন ন্যাব্রি, গোন্ডার দেয়ালে আটকে যায় তাঁর সেই চেষ্টাও। ফিরতি বলে ন্যাব্রিকে আরেকবার হতাশ করেন জাপানি গোলরক্ষক। 

জার্মানি-জাপান ম্যাচে গতকাল শুরুতে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন ইকে গুন্ডোগান। গোন্ডার অসাধারণ নৈপুণ্যে জার্মানি আর কোনো গোলই করতে পারেনি। শেষ ১৫ মিনিটের মধ্যে দুটো গোল করে জাপান জিতে যায় ২-১ ব্যবধানে। 

জার্মানি, জাপান-দুই দলেরই পরের ম্যাচ দুটো স্পেন ও কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে ২৭ নভেম্বর জার্মানির প্রতিপক্ষ স্পেন এবং জাপান খেলবে কোস্টারিকার বিপক্ষে। আর ১ ডিসেম্বর জাপান খেলবে স্পেনের বিপক্ষে এবং কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি। 

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান