হোম > খেলা > ফুটবল

ইংলিশ তারকা ফুটবলারকে ‘অপ্রতিরোধ্য’ বললেন টেন হাগ 

মার্কাস রাশফোর্ড খেলতে নামা মানেই যেন গোল। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের গোলে অ্যাসিস্টও করছেন রাশফোর্ড। দুরন্ত রাশফোর্ডে দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের চোখে ইংলিশ ফুটবলার ‘অপ্রতিরোধ্য’।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে এফ এ কাপের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-এভারটন। এভারটনকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলরা। যে ম্যাচে রাশফোর্ড একটি করে গোলও অ্যাসিস্ট করেছেন। ইংলিশ তারকাকে দেখেই শুরু থেকে আত্মবিশ্বাসী মনে হয়েছে টেন হাগের। ইউনাইটেড কোচ বলেন, ‘প্রথম মিনিট থেকেই বুঝতে পেরেছিলাম যে মার্কাসের নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। সে খেলোয়াড়দের দেখে দেখে খেলছিল এবং আমার মতে, ৯০ মিনিট সে এভারটন রক্ষণভাগের হুমকি হিসেবে কাজ করেছে।’

চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে দারুণ খেলছেন রাশফোর্ড। ২৪ ম্যাচে ১৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় হয়েছিলেন। ইউনাইটেডের জার্সিতে আট বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৪১ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। ১১১ গোলের সঙ্গে ৬৩ গোলে করেছেন অ্যাসিস্ট। আর গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ গোল করেছিলেন ইংলিশ এই উইঙ্গার।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের