আফ্রিকা নেশনস কাপের শেষ ষোলোতে আইভরি কোস্টকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে মিসর। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে ব্যর্থ হলে ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে ৫-৪ গোলে বাজিমাত করে মোহামেদ সালাহর মিসর।
এই ম্যাচে সালাহকে ছাপিয়ে নায়ক হয়েছেন বদলি গোলরক্ষক মোহামেদ আবু গাবাল। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে নিয়মিত গোলরক্ষক মোহামেদ এল শানাউই পায়ের চোটে মাঠ ছাড়েন। তাঁর বদলে জায়গা পেয়ে শেষ পর্যন্ত নায়ক হয়ে মাঠ ছেড়েছেন গাবাল। টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এরিক বেইলির শট রুখে দেন তিনি। এরপর শেষ শটটি জালে জড়িয়ে মিসরকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান সালাহ।
এর আগে দুয়ালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে। তবে ম্যাচজুড়ে মিসরের চেয়ে আইভরি কোস্টের দাপটই ছিল বেশি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। কিন্তু কাজের কাজটি করতে পারেনি তারা। সুযোগ পেয়েছিল মিসরও। তবে তারাও সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও তাই আর কেউ গোলের দেখা পায়নি।
শেষ আটে মিসরের প্রতিপক্ষ মরক্কো, যারা শেষ ষোলোতে মালাউইকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।