কোথাও যাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসেই থাকছেন এই পর্তুগিজ তারকা। প্রথমে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও পরে পুরোনো ঠিকানা রিয়াল মাদ্রিদে রোনালদোর যাওয়া নিয়ে ওঠে গুঞ্জন। তবে আজ জুভেন্টাসের হেড কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি সব গুঞ্জন নাকচ করে দিয়ে রোনালদোর তুরিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে নিয়ে সব গুঞ্জনের জবাব দেন রোনালদো। খেলোয়াড় ও মানুষ হিসেবে বিষয়গুলো তাঁর জন্য অশ্রদ্ধার বলেও উল্লেখ করেন। আজ ৩৬ বছর বয়সি ফরোয়ার্ড নিজেই কোচকে জানিয়েছেন, তিনি জুভেন্টাসেই থাকছেন।
এ ব্যাপারে আলেগ্রি গণমাধ্যমকে বলেছেন, ‘সে (রোনালদো) ক্লাব ছাড়ার ব্যাপারে আমাদের সঙ্গে কোনো কথাই বলেনি। সে এখানেই থাকছে। এখন তো বিষয়টা পরিষ্কার।’
এই গ্রীষ্মে দলবদলের বাজারে যে কজন বড় তারকার নাম উচ্চারিত হচ্ছিল, সে তালিকায় ছিলেন রোনালদোও। একবার ফরাসি ক্লাব পিএসজির নাম আসে তো আরেকবার সাবেক ক্লাব রিয়ালের। বাদ থাকেনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও।
রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি অবশ্য গত সপ্তাহে জানিয়েছিলেন, রোনালদোকে ফেরানোর কোনো পরিকল্পনার তাঁদের নেই। তিনি বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রিয়ালের কিংবদন্তি। তার জন্য সব সময় ভালোবাসা থাকবে। কিন্তু তাকে আবার এখানে আনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা সামনে চোখ রাখছি।’ পরে অবশ্য রোনালদো নিজেও গুজব রটানো বন্ধের অনুরোধ জানান।