হোম > খেলা > ফুটবল

শেষ আটে মেসিকে পাওয়া নিয়ে সংশয়ে স্কালোনি

চোটের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি। কোয়ার্টার ফাইনালেও লিওনেল মেসির খেলা নিয়ে রয়েছে সংশয়। আগামীকাল সকাল ৭টায় হিউস্টনে কোপা আমেরিকার প্রথম শেষ আটে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিতে না-ও খেলতে পারেন মেসি। এমন ইঙ্গিতই দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, তিনি তাঁর দলের সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করবেন।

এই অপেক্ষা মেসির জন্য। স্কালোনি জানান, দলের ব্যাপারে তিনি পরে সিদ্ধান্ত নেবেন। আর্জেন্টাইন কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক ঘণ্টা অপেক্ষা করব। ভালো হয় একটি দিন অপেক্ষা করতে পারলে।’

হ্যামস্ট্রিং চোটে পড়ায় গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলেননি মেসি। ম্যাচটিতে ২-০ গোলের জয়ে গ্রুপ-সেরা হয়ে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। স্কালোনি জানিয়েছেন, ৩৭ বছর বয়সী তারকা খেলার জন্য প্রস্তুত কি না, তা নিয়ে পরামর্শ করবেন। এ নিয়ে তিনি বলেছেন, ‘আমরা তাকে (মেসি) দলে রাখার চেষ্টা করব। যদি সে প্রস্তুত না হয়, আমরা দলের জন্য সেরা সমাধানই খুঁজব। আমি আজ তার সঙ্গে কথা বলব। আমি মনে করি, সে তার সময় নিক এবং যত সম্ভব অনুশীলন করুক।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী