হোম > খেলা > ফুটবল

বুফনের হাস্যকর ভুল, অবসরের আহ্বান ভক্তদের

সর্বকালের সেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় অনায়াসে রাখা যাবে গিয়ানলুইগি বুফনকে। অবিশ্বাস্য সব অর্জনের সঙ্গে যুক্ত তাঁর নাম। তবে হাস্যকর এক ভুলের পর এখন ভিন্নভাবে আলোচনায় কিংবদন্তি বুফন। এই ভুলের পর অনেক ভক্ত তাঁকে অবসরের আহ্বানও জানিয়েছেন। 

বুফনের বয়স এখন ৪৪। সর্বোচ্চ স্তরের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরও আগে। এখন শৈশবের ক্লাব পার্মার হয়ে খেলছেন ইতালির দ্বিতীয় বিভাগে। সেখানেই এক ম্যাচে হাস্যকর এক ভুল করে আলোচনায় এসেছেন বুফন। পেরুগিয়ার ম্যাচের ৫ মিনিটে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ে পার্মা। তবে দুই মিনিট পর বুফনের এক ভুল স্তব্ধ করে দিয়েছে পার্মা সমর্থকদের। 

সতীর্থ জায়দেন অস্টোরওল্ডের কাছ থেকে একটি ব্যাক পাস পান বুফন। তাঁর আশপাশে প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ও ছিলেন না। তবু তাড়াহুড়োয় শট নিতে গিয়ে বল পায়েই লাগাতে পারলেন না বুফন। বল চলে যায় নিজেদের পোস্টের দিকে। প্রতিপক্ষ স্ট্রাইকার মার্কো অলিভিয়েরির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েও বলের নাগাল পেলেন না। বুফনের ভুলেই দ্বিতীয় গোল পেয়ে যায় পেরুগিয়া।

এমন ভুলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত বুফনকে পরামর্শ দিয়েছেন অবসরে যাওয়ার। এক সমর্থক লিখেছেন, ‘বুফনকে এভাবে দেখতে একেবারেই ভালো লাগছে না। এই মুহূর্তে সবকিছু গুছিয়ে অবসরে যাওয়া উচিত।’

আরেকজন মজা করে লিখেছেন, ‘আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে যাই, বুফন তখন পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তার উচিত এখন বুট জোড়া তুলে রাখা।’ অন্য এক সমর্থক লিখেছেন, ‘কখনো কখনো এমন কাউকে প্রয়োজন যিনি বলবেন, এখন বিদায় বলার সময় হয়েছে। এমনকি আপনার নাম গিগি বুফন হলেও এটা করতে হবে।’ 

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল