হোম > খেলা > ফুটবল

হালান্ডের পা ভেঙে দিতে চেয়েছিলেন সুইডিশ ডিফেন্ডার

মৌসুম শুরুর আগে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে তরুণ ফুটবলারদের নিয়ে চলছে ক্লাবগুলোর কাড়াকাড়ি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। নতুন চুক্তির আগে তাঁরা প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনাম হতেন। তখন অবশ্য সংবাদগুলো ছিল ইতিবাচক। কিন্তু এবার হালান্ড সংবাদ হয়েছেন নেতিবাচক মন্তব্যর শিকার হয়ে। গতকালের ম্যাচে সুইডিশ ডিফেন্ডার আলেক্সজান্ডার মিলোসেভিচ আপত্তিকর গালি দিয়েছেন ম্যান সিটি স্ট্রাইকারকে। 

নরওয়ে-সুইডেন ম্যাচটি ছিল উয়েফা নেশনস কাপের। নরওয়ে জয় পেয়েছে ২-১ গোলের ব্যবধানে। এ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল হালান্ডের। ম্যাচের দুইটি গোলেই করেছেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ২১ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচ শেষে হালান্ড প্রতিপক্ষ ডিফেন্ডার মিলোসেভিচের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ করেছেন। হালান্ড বলেছেন, ‘সুইডিশ ফুটবলার আলেক্সজান্ডার মিলোসেভিচ তাঁকে বেশ্যার ছেলে বলে গালি দিয়েছেন ম্যাচের একপর্যায়ে। সঙ্গে পা ভাঙার হুমকিও পেয়েছেন সুইডিশ এ ডিফেন্ডারের কাছে। তবে আমি হুমকি পাওয়ার পরের মিনিটেই গোল করে নিজের জাত চিনিয়েছি। ওটা তার জবাব ছিল।’ 

ফুটবলে এমন অশালীন মন্তব্য নতুন কিছু নয়। তবে যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন হালান্ড সেই মিলোসেভিচ এটি অস্বীকার করেছেন, ‘আমাদের দুজনের ভাষা আলাদা। আমি নরওয়েজিয়ান ভাষা বলতে পারি না। আর সে সুইডিশ জানে না। তাই আমি জানি না আমাদের মধ্যে কীভাবে এমন কথোপকথন হয়েছে। আমি মাঠে ইংরেজিতেও কথা বলিনি। এটি খুবই বিস্ময়কর তথ্য। সে যা অভিযোগ করেছে তা আমি বলিনি।’

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি