পুরস্কার যেন লিওনেল মেসির ছোঁয়া পেতে যায় বারবার। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে এবারের পুরস্কার পেতে মেসির সমানে সমানে লড়াই হয়েছে আর্লিং হালান্ডের সঙ্গে।
এবারের ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান হয়েছে গত রাতে লন্ডনে। বর্ষসেরা পুরস্কার পাওয়ার লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। মেসি, হালান্ড—দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। প অন্যদিকে এমবাপ্পে পেয়েছেন ৩৫ পয়েন্ট। টাই হওয়ায় মেসি ফিফার অনুচ্ছেদ ১২ অনুসারে বর্ষসেরা হয়েছেন। যেখানে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার তার জাতীয় দলের অধিনায়ক ও ভক্তদের ভোট বেশি পেয়েছেন। ফিফার ১২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রথম স্থান পাওয়ার ক্ষেত্রে যদি টাই হয়, তাহলে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের ক্ষেত্রে জাতীয় দলের অধিনায়কদের ভোট এখানে বিবেচিত হবে। বর্ষসেরা গোলরক্ষক হতে গেলেও জাতীয় দলের অধিনায়কদের ভোট প্রয়োজন এখানে। কোচ হওয়ার ক্ষেত্রে দরকার জাতীয় দলের কোচদের ভোট।’