হোম > খেলা > ফুটবল

সমান পয়েন্ট পেলেও হালান্ডকে টপকে কীভাবে বর্ষসেরা মেসি 

পুরস্কার যেন লিওনেল মেসির ছোঁয়া পেতে যায় বারবার। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে এবারের পুরস্কার পেতে মেসির সমানে সমানে লড়াই হয়েছে আর্লিং হালান্ডের সঙ্গে। 

এবারের ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান হয়েছে গত রাতে লন্ডনে। বর্ষসেরা পুরস্কার পাওয়ার লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। মেসি, হালান্ড—দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। প অন্যদিকে এমবাপ্পে পেয়েছেন ৩৫ পয়েন্ট। টাই হওয়ায় মেসি ফিফার অনুচ্ছেদ ১২ অনুসারে বর্ষসেরা হয়েছেন। যেখানে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার তার জাতীয় দলের অধিনায়ক ও ভক্তদের ভোট বেশি পেয়েছেন। ফিফার ১২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রথম স্থান পাওয়ার ক্ষেত্রে যদি টাই হয়, তাহলে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের ক্ষেত্রে জাতীয় দলের অধিনায়কদের ভোট এখানে বিবেচিত হবে। বর্ষসেরা গোলরক্ষক হতে গেলেও জাতীয় দলের অধিনায়কদের ভোট প্রয়োজন এখানে। কোচ হওয়ার ক্ষেত্রে দরকার জাতীয় দলের কোচদের ভোট।’

এবারের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার দেওয়া হয়েছে ২০২৩-এর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। আরও স্পষ্ট করে বললে, ছেলেদের ক্ষেত্রে পারফরম্যান্স বিবেচনা করা হবে ২০২২-এর ১৯ ডিসেম্বর থেকে ২০২৩-এর ২০ আগস্ট পর্যন্ত, যার মধ্যে মায়ামিতে মেসির লিগস কাপের ফাইনাল জয়। এটাই ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। সে সময় লিগস কাপে ৭ ম্যাচে করেন ১০ গোল ও অ্যাসিস্ট করেন ১ গোলে। তবে ২০২২ এর ১৮ ডিসেম্বর ফাইনাল হওয়ায় মেসির বিশ্বকাপ জয় এখানে বিবেচিত হবে না।

 

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার