হোম > খেলা > ফুটবল

ঘুমন্ত মেসির ছবি তুলে মজা নিলেন সুয়ারেজ 

নিজের ৩৫ তম জন্মদিন পালন করতে গিয়ে হয়তো একটু বেশিই ক্লান্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। তাই বিশ্রাম নিতে নিতে এক ফাঁকে ঘুমিয়েও পড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। মেসির অসময়ের লম্বা সময়ের ঘুমটা আবার পছন্দ হয়নি বন্ধু লুইস সুয়ারেজের।

স্পেনের ইবিজা সমুদ্র সৈকতের সান ফেরাদুরার বিলাসবহুল ম্যানসনে নিজের ৩৫ তম জন্মদিন পালন করেছেন মেসি। সান ফেরাদুরার এই ম্যানসনের সাপ্তাহিক ভাড়া ২ লাখ ৫০ হাজার পাউন্ড বা ২ কোটি ৮৫ লাখ টাকা! শুধু স্ত্রী-তিন সন্তানই নয়, জন্মদিনে মেসির সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ, সেস্ক ফ্যাব্রেগাস ও তাদের পরিবার। 

প্রিয় মানুষদের সঙ্গে বেশ আনন্দের মাঝেই ২৪ জুন নিজের জন্মদিনের সময়টা পালন করেছেন মেসি। সেই মুহূর্তগুলো উঠে এসেছে আর্জেন্টাইন তারকার স্ত্রী আন্তোনেল্লে রোকুজ্জো, ফ্যাব্রেগাস ও সুয়ারেজের ইনস্টাগ্রাম পোস্টে। তেমনই এক পোস্ট শেয়ার বন্ধু মেসির সঙ্গে বেশ ভালোই মজা নিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ।

সুয়ারেজের ছবিতে দেখা যাচ্ছে, কাউচে বেশ আরাম করেই ঘুমাচ্ছেন মেসি। সেই ছবির ক্যাপশনে সুয়ারেজ লিখেছেন, ‘তুমি খুব ক্লান্ত, তাই না? মেসি, রাত ৮টা বাজে। ওঠো!!’ 

বার্সেলোনা ছেড়ে দুই মৌসুম আগে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। অ্যাটলেটিকো ছেড়ে তাঁকে আগামী মৌসুমে দেখা যেতে পারে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের জার্সিতে। সুয়ারেজের এক মৌসুম পর বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন মেসি। বার্সায় থাকার সময় দুই তারকার প্রায় অর্ধ যুগের বন্ধুত্ব এখনো যে মজবুত সেটা বোঝা গেছে সুয়ারেজের ইনস্টা পোস্টে। শুধু সুয়ারেজই নন, শৈশবের বন্ধু-সাবেক বার্সা সতীর্থ ফ্যাব্রেগাসের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্কটা দারুণভাবে টিকিয়ে রেখেছেন মেসি। 

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের