হোম > খেলা > ফুটবল

হালান্ডের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন, তবু বায়ার্নের রাতটা দুঃস্বপ্নের

টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। 

ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ। 

কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। 

৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার