ঢাকা: ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে এবার বিয়ারের বোতল সরালেন পল পগবা। সংবাদ সম্মেলনে বসেই বিয়ারের বোতলটা টেবিল থেকে নামিয়ে রেখে কথা বলা শুরু করেন পগবা। এর আগে পরশু ক্রিস্টিয়ানো রোনালদো একই ভঙ্গিতে সংবাদ সম্মেলনের টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন।
গ্রুপ অব ডেথের দ্বিতীয় ম্যাচে কাল জয় পেয়েছে ফ্রান্স। জার্মানির মিউনিখে ১-০ গোলে জয় পেয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জার্মানিকে হারের স্বাদ দিল ফ্রান্স।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী পগবা। টেবিলের ওপর তখন রাখা ছিল দুইটি কোকাকোলা, একটি হাইনেকেন বিয়ার ও একটি পানির বোতল। এদিক-সেদিক চোখ ঘুরিয়ে টেবিল থেকে হাইনেকেনের বোতল সরিয়ে মাটিতে রাখেন পগবা।
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে পৃষ্ঠপোষক হিসেবে আগেই চুক্তি করেছে হাইনেকেন বিয়ার। এর আগে গত মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোকো কোলার বোতল টেবিল থেকে সরিয়ে দেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পানির বোতল হাতে নিয়ে রোনালদোর বার্তা, ‘পানি খান!’