হোম > খেলা > ফুটবল

‘ম্যারাডোনার ম্যাচে’ জয় পেল আর্জেন্টিনার ক্লাব 

নাপোলির বাইরে বোকা জুনিয়র্স আর বার্সেলোনায় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তিকে সম্মান জানাতে গত রাতে সৌদি আরবে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। ছন্দহীন বার্সা জিততে পারল না এখানেও। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্রয়ের পর  ৪-২ গোলের শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স। 

রিয়াদের এমরাসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল এই দুই দল। যেখানে জয়ী দল ম্যারাডোনার দেশের ক্লাব বোকা জুনিয়র্স। দলের নিয়মিত খেলোয়াড়দের ছাড়া দ্বিতীয় সারির দল নিয়ে নেমেছিল বার্সা। বার্সার বেঞ্চ গরম করা খেলোয়াড় ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ। 

২০১৫ সালের পর এই ম্যাচ দিয়ে আবারও বার্সার জার্সিতে মাঠে নেমেছিলেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। এমন মিশ্র এক একাদশ নিয়ে ম্যাচের শুরুর লিড পেয়েছিল কাতালানরাই। তবে ধরে রাখতে পারেনি। 

৭৭ মিনিটে এজেকিয়েল জেবায়োস গোল করে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান। পরে আর গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি আউটে। যেখানে বোকা জুনিয়র্সের সবাই গোল করেন। কিন্তু বার্সার মাথিয়াস পেরেরা ও গুলিয়াম জাইমির বল জালে জড়াতে ব্যর্থ হন। মাথিয়াসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গুলিয়াম তাঁর শট লক্ষ্যেই রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়র্স।
 

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের