হোম > খেলা > ফুটবল

রিয়ালে যাওয়া নিয়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার বার্তা

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টাইন মিডফিল্ডার আলিক্সেস ম্যাক আলিস্টার। ছবি: এএফপি

রক্ষণভাগের মতো রিয়াল মাদ্রিদ মিডফিল্ডও নিয়েও বেশ ভুগছে। টনি ক্রুস ক্লাব ছাড়লেও তাঁর অভাব পূরণ করতে পারেননি কেউ। একজন প্লে মেকারের অভাবে স্পষ্ট মাঠে। ৩৯ বছর বয়সী লুকা মদরিচ থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পান না তিনি। বয়সের ভারও রয়েছে তাঁর। চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মদরিচের।

আগামী মৌসুমে একজন প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার দলে ভেড়াতে মরিয়া রিয়াল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার আলিক্সেস ম্যাক আলিস্টারকে দলে ভেড়াতে বেশ আগ্রহী তারা। তবে অবশেষে এ ব্যাপারে মুখ খুলেছেন এই মিডফিল্ডার। তিনি জানান, তাঁর নতুন কোনো চাওয়া নেই। লিভারপুলে ভালো আছেন, সুখে আছেন।

সংবাদমাধ্যমকে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি খবরটি দেখেছি, আমার কাছেও গুঞ্জনটি পৌঁছেছে। তবে গুরুত্বপূর্ণ হলো বর্তমান নিয়ে ভাবা। ক্লাবটি (রিয়াল মাদ্রিদ) আমাকে কত বেশি পছন্দ করে সেটা বিষয় না, আমি যদি এক সপ্তাহ খারাপ খেলি তারা আগ্রহ হারিয়ে ফেলবে।’ লিভারপুলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে ম্যাক অ্যালিস্টারের। কিছুদিন আগে অ্যালিস্টারের বাবা ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার কার্লোস অ্যালিস্টার জানান, লিভারপুল ছাড়ার কথা ভাবছে না তার ছেলে।

লিভারপুলকে নিজের পরিবারের মনে করেন আলিস্টার। বলেছেন, ‘আমি লিভারপুলে ভালো আছি, কোনো কিছুর অভাব নেই আমার। ক্লাবের প্রতি অগাধ সম্মান আছে এবং অন্য ক্লাব নিয়ে কিছু বলার প্রয়োজনবোধ করছি না। ক্লাবটি আমার পরিবারের মতো।’

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার