হোম > খেলা > ফুটবল

মেসির ফেরার ম্যাচে মায়ামির রোমাঞ্চকর জয়

চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি। 

মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি। 

ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড। 

বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হয়। মুষলধারে বৃষ্টিতে ম্যাচে খেলাই একটু কঠিন হয়ে যাচ্ছিল। ফাউল এবং কার্ড বিলানোর ঘটনাও ঘটেছে অহরহ। মায়ামি দেখেছে ২ হলুদ কার্ড। ৪ হলুদ কার্ড দেখেছে ডিসি ইউনাইটেড। মেসি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। মায়ামি তাদের চার খেলোয়াড়কে বদলি করে, যার মধ্যে মাতিয়াস রোহাসের বদলে ৯০ মিনিটের অতিরিক্ত ৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের ফল যখন গোলশূন্য ড্র মনে হচ্ছিল, তখনই ভেলকি দেখান কাম্পানা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা। 

১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি