হোম > খেলা > ফুটবল

এক ক্লাবেই তাঁর ১৫ বছর পার

অ্যাটলেটিকো বিলবাওয়ের জার্সিতে ১৫ বছর পার করে দিলেন অস্কার দে মার্কোস। ছবি: সংগৃহীত

অস্কার দে মার্কোস; নামটা এই সময়ের ফুটবলপ্রেমীদের কাছে অনেকটাই অচেনা। তবে স্পেনের বিলবাও শহরের মানুষ তাঁকে একনামে চেনেন। এর পেছনে দারুণ এক গল্প। নিজ শহর লাগুয়ারদিয়া থেকে সাড়ে তিন হাজার মাইলের পথ বিলবাও। ফুটবলের টানে সেই শৈশব থেকেই মার্কোস ছুটে যান বিলবাওয়ে।

নিয়মিত অনুশীলন শেষে বাড়ি ফিরতে প্রায়ই রাত হয়ে যেত। কিন্তু যে ক্লাবটির ছায়া, যাদের ফুটবলদর্শন মার্কাসকে অনেক বেশি আকৃষ্ট করেছিল সেই অ্যাটলেটিকো বিলবাও হয়ে গেল তাঁর প্রাণের ঠিকানা। যে ক্লাবে এরই মধ্যে ১৫ বছর পার করে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

স্পেনের শীর্ষ লিগে বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে এক ক্লাবে এত লম্বা সময় কাটানোর রেকর্ড আর কারও নেই। এত দিন যে তালিকার এক নম্বরে ছিল কোকের নাম। অ্যাটলেটিকো মাদ্রিদে ১৪ বছর ধরে আছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।

এদিকে দেখতে দেখতে রিয়াল মাদ্রিদে এক যুগ কাটিয়ে ফেলেছেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মডরিচ। ৩৯ বছর বয়সী লুকাকে আর আগামী মৌসুমে লস ব্লাঙ্কোস জার্সিতে দেখা যাবে না। এই তালিকায় আরেক অ্যাটলেটিকো খেলোয়াড় হোসে মারিয়া জিমেনেজ। উরুগুয়ে ও স্পেনের নাগরিকত্ব থাকা এই ডিফেন্ডারও ১১ বছর ধরে মাদ্রিদের ক্লাবটিতে।

এক ক্লাবে যুগ যুগ। ফুটবলে এমন নজির কম নয়। এই যেমন বরুসিয়া মনশেনগ্লাডবাখে ২২ বছর কাটিয়ে রেকর্ড গড়েছেন গোলকিপার ক্যাম্পস। এরপর ইংলিশ জায়ান্ট লিভারপুলে দুই দশকের বেশি সময় কাটিয়ে অল রেডসদের ইতিহাসের পাতায় নাম লেখান স্কটিশ বিলি লিডেল।

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...