হোম > খেলা > ফুটবল

রোনালদোর ভুয়া গোল উদ্‌যাপন

উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে গতকাল শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। দলের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে প্রথম গোলটি নিয়ে একটু নাটক হয়ছে। সেই নাটকের মূল অভিনেতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

৫৪ মিনিটে ফার্নান্দেজের বাড়ানো ক্রসটি উরুগুয়ের জালে জড়ালে উদ্‌যাপন শুরু করেন রোনালদো। পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্‌যাপন দেখে মনে হচ্ছিল গোলটি তাঁর হেডেই হয়েছে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তির এমন উদ্‌যাপন দেখে ফিফা তাঁর নামে গোলটি ঘোষণা করে। তবে পরে জানা যায়, গোলটি সিআর সেভেনের হেডে নয়, ফার্নান্দেজের শটেই হয়েছে। গোল হওয়ার আগে বলটি রোনালদোর মাথা স্পর্শ করেনি। তাই পরে সিদ্ধান্তে পরির্বতন এনে ফার্নান্দেজের নামে গোলটি দেওয়া হয়। 

তবে গোলটি নিয়ে ফার্নান্দেজ নিজেও কিছুটা দ্বিধায়। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘রোনালদোর গোল ভেবেই আমি আনন্দ করা শুরু করি। আমার কাছে মনে হয়েছে বলটি তার মাথায় স্পর্শ করেছে। কেননা, আমার উদ্দেশ্য ছিল তাকে ক্রস দেওয়া। সে যাই হোক ,কে গোল করল সেটা বড় বিষয় নয়, আমরা জিততে পেরে খুশি। গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করা।’ 

বিশ্বকাপে আর একটি গোল করলেই রোনালদো পাশে বসবেন কিংবদন্তি ইউসেবিওর। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৯ গোল করে শীর্ষে আছেন এই কিংবদন্তি। আর ৮ গোল নিয়ে দুইয়ে আছেন সিআর সেভেন। তাই হয়তো গতকাল নিজের গোল ভেবে উদ্‌যাপনটাও করেছিলেন একটু বেশি। গতকাল রেকর্ডটি গড়তে না পারলেও সামনে সুযোগ পাচ্ছেন তিনি। 

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো