হোম > খেলা > ফুটবল

‘মেসির অর্জনে খুশি পুরো বিশ্ব’

দীর্ঘ প্রতীক্ষার পর কাতার বিশ্বকাপে পরম আরাধ্য শিরোপার দেখা পেলেন লিওনেল মেসি। বিশ্বজয়ের পর থেকেই প্রশংসায় ভাসছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এমন অর্জনে পুরো বিশ্ব খুশি হয়েছে বলে মনে করেন নোভাক জোকোভিচ। 

এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। কাতার বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। 

জোকোভিচের মতে, মেসি বিনয়ী খেলোয়াড় এবং তিনি কখনো আবেগতাড়িত হন না। সার্বিয়ান এই টেনিস তারকা মেসিকে নিয়ে বলেন, ‘খেলাধুলা ও ফুটবলের একজন ভক্ত হিসেবে আমি মেসিকে অনেক সম্মান করি। আমি মনে করি, পুরো বিশ্ব তার অর্জনে খুশি। সে একজন বিনয়ী খেলোয়াড় এবং কখনো সাফল্য দ্বারা তাড়িত হয় না।’ 

লুসাইলে গত রোববার ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনা ২-০তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় আকাশি-নীলদের। এটাকে বিশ্বকাপের সেরা ফাইনাল বললেন জোকোভিচ। ৩৫ বছর বয়সী টেনিস তারকা বলেন, ‘আমি সেখানে ম্যাচ দেখতে পেরে খুব ভাগ্যবান। অনেকের মতে, এটা বিশ্বকাপের সেরা ফাইনাল। যেভাবে তারা ম্যাচ জিতেছে, সত্যিই দুর্দান্ত। দারুণভাবে তাদের বরণ করা হয়েছে।’

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর