রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। এই হামলার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। এবার খবর এল রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন ইউক্রেনের দুই তরুণ ফুটবলার।
২১ বছর বয়সী ভিটালি স্যাপিলো ও ২৫ বছরের দিমিত্রো মার্টিনেনকো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, ডেইলি মিররসহ কয়েকটি সংবাদমাধ্যম তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে গিয়ে ইউক্রেনের দুই তরুণ ফুটবলার নিহত হয়েছেন।
টুইটারে ফিফপ্রো লিখেছে, ‘ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্টিনেনকোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশে রয়েছি আমরা। এ যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাঁদের আত্মা শান্তিতে থাকুক।’
স্যাপিলো নিজ দেশের ক্লাব কারপাতি লভিউয়ের যুব দলের হয়ে নিয়মিত খেলতেন। তাঁর ক্লাবের পক্ষ থেকে স্যাপিলোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নিজ বাড়িতে বোমা হামলায় ২৫ বছর বয়সী ফুটবলার দিমিত্রো মার্টিনেনকো ও তাঁর মা নিহত হন। ফসি গোস্টোমেলের হয়ে নিয়মিত খেলা ফুটবলার মার্টিনেনকোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব।