হোম > খেলা > ফুটবল

আরও ৪ বছর ফিফা সভাপতির দায়িত্বে ইনফান্তিনো

পুনরায় ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। আজ বৃহস্পতিবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হোন তিনি।

নিজেদের অফিশিয়াল টুইটার পেজে এমনটাই জানিয়েছে ফিফা। লিখেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।’

ইনফান্তিনো ২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার এই সর্বোচ্চ পদে বসেন। এ নিয়ে তৃতীয়বারের মতন ফিফা সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী সুইস আইনজীবী। চার বছর আগে ফেডারেশনের ২১১ সদস্যের প্রতিনিধি তাঁকে এই পদে পুনর্বহাল করেন।যেখানে বর্তমানে ফিফার নিয়ম অনুযায়ী

সভাপতির মেয়াদ ৩-৪ বছর, সেখানে ইনফান্তিনো ইতিমধ্যে ২০৩১ পর্যন্ত এই পদে থাকতে প্রস্তুত হচ্ছেন। গত ডিসেম্বরে তিনি জানান, তাঁর প্রথম তিন বছর পূর্ণ মেয়াদ হিসেবে গণনা করা হয়নি। সভাপতি হিসেবে পুনর্বহাল হওয়ার পর রুয়ান্ডার রাজধানীতে প্রতিনিধিদের বলেছেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’ তবে সেখানে ভোটিং পদ্ধতিতে ভিন্নমতের সদস্যদের নিবন্ধন করা হয়নি।

ইনফান্তিনোর সভাপতিত্বে উত্তর আমেরিকায় হবে ২০২৬ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করা হচ্ছে। দল সংখ্যা বেড়ে ৩২ দল নিয়ে এই বছরের শেষের দিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপ।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই