হোম > খেলা > ফুটবল

আরও ৪ বছর ফিফা সভাপতির দায়িত্বে ইনফান্তিনো

পুনরায় ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। আজ বৃহস্পতিবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হোন তিনি।

নিজেদের অফিশিয়াল টুইটার পেজে এমনটাই জানিয়েছে ফিফা। লিখেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।’

ইনফান্তিনো ২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার এই সর্বোচ্চ পদে বসেন। এ নিয়ে তৃতীয়বারের মতন ফিফা সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী সুইস আইনজীবী। চার বছর আগে ফেডারেশনের ২১১ সদস্যের প্রতিনিধি তাঁকে এই পদে পুনর্বহাল করেন।যেখানে বর্তমানে ফিফার নিয়ম অনুযায়ী

সভাপতির মেয়াদ ৩-৪ বছর, সেখানে ইনফান্তিনো ইতিমধ্যে ২০৩১ পর্যন্ত এই পদে থাকতে প্রস্তুত হচ্ছেন। গত ডিসেম্বরে তিনি জানান, তাঁর প্রথম তিন বছর পূর্ণ মেয়াদ হিসেবে গণনা করা হয়নি। সভাপতি হিসেবে পুনর্বহাল হওয়ার পর রুয়ান্ডার রাজধানীতে প্রতিনিধিদের বলেছেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’ তবে সেখানে ভোটিং পদ্ধতিতে ভিন্নমতের সদস্যদের নিবন্ধন করা হয়নি।

ইনফান্তিনোর সভাপতিত্বে উত্তর আমেরিকায় হবে ২০২৬ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করা হচ্ছে। দল সংখ্যা বেড়ে ৩২ দল নিয়ে এই বছরের শেষের দিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপ।

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর