হোম > খেলা > ফুটবল

ইউনাইটেডের ম্যাচে হ্যান্ডবল নিয়ে নেটিজেনদের ক্ষোভ

ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা যেন নিয়মিত চিত্র। প্রায় ম্যাচেই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ শোনা যায়। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেতিস ম্যাচে ‘হ্যান্ডবল’ বিতর্কে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন।

ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। বিতর্কিত হ্যান্ডবলের ঘটনা ঘটে ম্যাচের প্রথমার্ধেই। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। পেরেজের এই গোলে অ্যাসিস্ট করেন জুয়াম্মি। অ্যাসিস্ট করার সময় বুক দিয়ে রিসিভ করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। তখন তাঁর বাম হাতে হালকা লেগে যায়। তবু রেফারি ড্যানিয়েল সাইবার্ট গোল বাতিল করেননি।

এই গোল নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে প্রতিবাদের ঝড় তুলেছেন। নিকিতা ক্রুশেভ নামের একজন টুইট করেছেন, ‘আবারও স্প্যানিশ প্রতিপক্ষ। আরও এক হঠকারী সিদ্ধান্ত আমাদের ভুগিয়েছে। অ্যাসিস্টে পরিষ্কার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও এটা গোল হয় কীভাবে?’ ডোম নামের একজন টুইট করেন, ‘সোসিয়াদাদের বিপক্ষে বল লিচার পায়ে লেগে তারপর তাঁর হাতে লাগে। তাতে পেনাল্টি দেওয়া হয়েছে। বেতিসের বিপক্ষে বল জুয়াম্মির বুকে লাগার পর তাঁর হাতে লাগে। তবু ফ্রি কিক দেওয়া হয়নি।’

ওল্ড ট্রাফোর্ডে গতকাল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল চারটি করেছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে