সবাইকে কাঁদিয়ে গতকাল না ফেরার দেশে চলে গেছেন পেলে। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো ক্রীড়াবিশ্ব। সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে পেলেকে নিয়ে শোকবার্তা।
ফুটবলাররা তো বটেই, পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্যান্য ক্রীড়াজগতের তারকারাও। শচীন টেন্ডুলকার, সনাথ জয়সুরিয়া, যুবরাজ সিংয়ের মতো তারকা ক্রিকেটাররা তাঁদের টুইটার অ্যাকাউন্টে পেলেকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ‘ফুটবলের সূর্য’ বলেছেন জয়সুরিয়া। শ্রীলঙ্কার সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আপনার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। আপনি ছিলেন ফুটবল সৌরজগতের সূর্য। শান্তিতে থাকবেন পেলে।’
শচীন মনে করেন, পেলের মৃত্যু পুরো ক্রীড়াজগতের জন্য বিশাল ক্ষতি। ভারতীয় কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘শুধু ফুটবলই নয়, পুরো ক্রীড়াজগতের জন্য এটা বিশাল এক ক্ষতি। তাঁর মতো আর কেউ আসবেন না। আপনার কীর্তি চির অমর থাকবে। শান্তিতে থাকবেন পেলে।’
যুবরাজ তাঁর টুইটারে লিখেছেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ কিংবদন্তি। আপনাকে আজীবন সবাই মিস করবে। তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার এবং মাঠের সীমাহীন সৌন্দর্য। আপনাকে দেখেই অনেকে ফুটবল খেলা শুরু করেছিল। শান্তিতে থাকবেন সর্বকালের সেরা পেলে।’
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
আরও পড়ুন: