হোম > খেলা > ফুটবল

এমবাপ্পের লাল কার্ডের পরও রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক    

রিয়ালের জার্সিতে প্রথমবার লাল কার্ড দেখেন এমবাপ্পে। ছবি: এক্স

অবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।

ভিতোরিয়াতে ম্যাচের অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। ৩৮ মিনিটে আন্তোনিও ব্লাঙ্কোকে ভয়ানক এক ফাউল করে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। রেফারি অবশ্য প্রথমে হলুদ কার্ড দেন। কিন্তু ভিএআর দেখে এমবাপ্পেকে মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। রিয়ালের জার্সিতে এটি তাঁর প্রথম লাল কার্ড।

এমবাপ্পে বেরিয়ে যাওয়ার আগে রিয়াল গোলের দেখা পায় এদুয়ার্দো কামাভিঙ্গার কল্যাণে। ৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে জাল কাঁপান এই মিডফিল্ডার। ২০ মিনিটে রাউল আসেনসিও পেয়েছিলেন গোলের দেখা; কিন্তু ভিএআরে বাতিল হয় সেটি।

একজন বেশি নিয়ে খেলার সুবিধায় রিয়ালকে চেপে ধরে আলাভেস। গোলমুখে ৬টি শটও নেয় তারা; কিন্তু পায়নি গোলের দেখা। ৭০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ডিফেন্ডার মানু সানচেজকে। এমবাপ্পের মতো অনেকটা একইভাবে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করেন তিনি।

কষ্টের জয়ে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল। তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে ১৭-তে আলাভেস।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা