হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি বন্ধ, কখন ছাড়বে বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার আক্রমণে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি বন্ধ। ছবি: বাফুফে

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এই ম্যাচের টিকিট অনলাইনে গতকাল থেকেই বিক্রি শুরু হয়েছে। কিন্তু ম্যাচটি দেখতে ভক্ত-সমর্থকেরা কতটা আগ্রহী, সেটা টিকিফাই ডট লাইভের অবস্থা দেখলেই বোঝা যাবে।

বাংলাদেশ সময় গতকাল বেলা ১২টায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়ার কথা ছিল। তবে পরে রাত আটটায় বিক্রির কাজ শুরু হয়। ভক্ত-সমর্থকদের চাপে সার্ভার ক্র্যাশ করেছে। সমর্থকেরা টিকিট কাটতে না পেরে বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাফুফে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রাতে তারা বলেছে, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।’ জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যে বাফুফে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির প্রকিয়ার কাজ শুরু করবে।

সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম অংশের লোয়ার ও আপার, ক্লাব হাউস ওয়ান ও স্কাই ভিউয়ের টিকিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যেই। টিকিফাইয়ের সার্ভার কেন ক্রাশ করেছে, সে ব্যাপারে আজকের পত্রিকাকে গত রাতে ফাহাদ করিম বলেন, ‘৭-৮ মিনিটে চার ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়েছে। আসন খুবই সামান্য, কিন্তু প্রতি মিনিটে মিনিটে এক লাখ আইডি হিট করছে ওয়েবসাইটে। তাই সার্ভার ক্রাশ করেছে, সেটা পুরোপুরি ঠিক করতে হয়তো সারা রাত লাগবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

সব মিলিয়ে ৯টি ক্যাটেগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।

আরও পড়ুন:

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন